কলকাতা, 28 মার্চ : BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজ ভিডিয়ো কনফারেন্স করেন বঙ্গ BJP-র নেতৃত্বের সঙ্গে ৷ বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার ৷ কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে 5 কোটি গরিব পরিবারের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে BJP ৷
কোরোনা মোকাবিলায় বঙ্গ BJP নেতৃত্বের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স নাড্ডার
রাজ্যে বঙ্গ BJP - র পক্ষ থেকে 30 লাখ পরিবারকে চাল- ডাল তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কিন্তু BJP-র দাবি, এই কাজে বাধা দিচ্ছে তৃণমূল । অনেক জায়গায় চালের গাড়ি আটকে দিচ্ছে তৃণমূল । এই কাজে বাধার সম্মুখীন হতে হচ্ছে । এপ্রসঙ্গে জে পি নাড্ডা বলেন, "বাধা পেলেও সেই বাধাকে উপেক্ষা করেই গরিব- দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি খাবার পৌঁচ্ছাতে হবে ।"
এই কর্মসূচির জন্য রাজ্যের পরিস্থিতি ক্ষতিয়ে দেখতেই এই ভিডিয়ো কনফারেন্স । রাজ্যে বঙ্গ BJP - র পক্ষ থেকে 30 লাখ পরিবারকে চাল-ডাল তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কিন্তু BJP -র দাবী, এই কাজে বাধা দিচ্ছে তৃণমূল । অনেক জায়গায় চালের গাড়ি আটকে দিচ্ছে তৃণমূল । এই কাজে বাধার সম্মুখীন হতে হচ্ছে । এ প্রসঙ্গে জে পি নাড্ডা বলেন, "বাধা পেলেও সেই বাধাকে উপেক্ষা করেই গরিব-দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি খাবার পৌঁচ্ছাতে হবে । একজন কার্যকর্তা প্রতি বুথে অন্তত 5 জনের বাড়িতে এই খাবার দিতে হবে । তবে এই কাজে কোনও রাজনীতির রঙ দেখলে হবে না । প্রকৃত গরিব মানুষের কাজে পৌঁচ্ছাতে হবে খাবার সামগ্রী । " এক্ষেত্রে খাবার পৌঁচ্ছানোর কর্মসূচিতে কেন্দ্রীয় সরকার সব রকম সহযোগীতা করবে বলেও বঙ্গ BJP - র নেতৃত্বকে আশ্বাস দেন জে পি নাড্ডা ।
এই বিষয়ে BJP - র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, " BJP দেশে 5 কোটি গরিব মানুষকে খাদ্য তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে এই কর্মসূচি কীভাবে রূপায়ণ করা হবে, তা নিয়ে আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নির্দেশ দেন জে পি নাড্ডা ৷ "