পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আগামী দু'দিন রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি

পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরের ঠান্ডা হাওয়া সঙ্গে ঘূর্ণাবাতের ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে আসা গরম বাতাস সংস্পর্শে এসে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি করছে । তাই এই সময়ে আবহাওয়ার পরিবর্তন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আগামী দু'দিন রাজ্যের সবস্থানেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

weather
কলকাতা

By

Published : Mar 5, 2020, 7:55 PM IST

কলকাতা, 5 মার্চ : আগামী দু'দিন রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ । দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । তাই এই সময়ে আবহাওয়ার পরিবর্তন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

আজ মেঘলা রয়েছে কলকাতার আকাশ । শহরে সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 8.5 মিলিমিটার । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 48 শতাংশ ।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া চলবে। ব্রজবিদুৎ সহ বৃষ্টি হবে সব জেলায় । আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ কলকাতাতেও । পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরের ঠান্ডা হাওয়ার সঙ্গে ঘূর্ণাবাতের ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে আসা গরম বাতাস সংস্পর্শে এসে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি করছে ।

ABOUT THE AUTHOR

...view details