পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রাক্তন আইএফএ সচিবের বাড়িতে আয়কর হানা, বিদেশি মদ ব্যবসায় কারচুপির অভিযোগ - মদের ব্যবসা সংক্রান্ত

IT Raid on Former IFA secretary Utpal Ganguly House: বিদেশি মদ ব্যবসায় কারচুপির অভিযোগে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আয়কর হানা ৷ চলছে তাঁকে জিজ্ঞাসাবাদ ৷

IT Raid on Former IFA secretary Utpal Ganguly house
প্রাক্তন আইএফএ সচিবের বাড়িতে আয়কর হানা

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 4:10 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর: ওড়িশার পর মদ ব্যবসায় কারচুপির অভিযোগে কলকাতায় হানা আয়কর দফতরের ৷ রাজ্য ফুটবল সংস্থার (আইএফএ) প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সোমবার অভিযান চালালেন তদন্তকারীরা । এদিন সকালে তাঁর ঢাকুরিয়ার আবাসনে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা । সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ অভিযানের সময় বাড়িতে উপস্থিত ছিলেন উৎপল ও তাঁর স্ত্রী ।

সূত্রের খবর, তাঁর মদের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখার পাশাপাশি উৎপলকেও জিজ্ঞাসাবাদ করছেন আয়কর আধিকারিকরা ৷ সে জন্যেই তাঁর বাড়িতে এসেছেন তাঁরা । তবে আজ শুধু ঢাকুরিয়াতেই নয়, এর পাশাপাশি কলকাতার বালিগঞ্জ, কাশিপুর-সহ একাধিক জায়গায় সকাল থেকে আয়কর হানা চলছে । সবই মদ ব্যবসা সংক্রান্ত লেনদেনে আর্থিক গরমিলের অভিযোগে তদন্ত বলেই জানা গিয়েছে ।

আয়কর দফতর সূত্রে খবর, বিদেশি মদ ব্যবসায় আর্থিক নয়ছয়ের অভিযোগের আগে থেকেই তদন্তকারীদের স্ক্যানারে ছিলেন প্রাক্তন আইএফএ সচিব । সে কারণেই সোমবার ঢাকুরিয়ার সাউথ এন্ডের ফ্ল্যাটে আসেন আয়কর দফতরের আধিকারিকরা । এই অভিযানকে ঘিরে গোটা ফ্ল্যাট ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উৎপলের ফ্ল্যাটে ঢুকে ইতিমধ্যে ব্যবসা সংক্রান্ত একাধিক নথি হাতে পেয়েছেন তদন্তকারীরা ৷ এছাড়াও বালিগঞ্জ ও কাশীপুর-সহ একাধিক জায়গাতে বেশ? কয়েকটি অফিসেও চলছে তল্লাশি । ওই সবক'টি অফিসের সঙ্গেই উৎপলের সংস্থা যুক্ত বলে মনে করা হচ্ছে ।

অভিযোগ, বিদেশি মদ তৈরির সংস্থার আড়ালে অনেক টাকা নয়ছয় করেছে উৎপল গঙ্গোপাধ্যায়ের সংস্থা। পাশাপাশি উৎপলের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগও রয়েছে ।

উল্লেখ্য, এর আগে ওড়িশায় মদ কোম্পানির অফিসে আয়কর দফতর হানা দেয় ৷ সেখানে থেক কয়েকশো কালো টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷ সেই টাকা পাঁচদিন ধরে গোনার পর রবিবার শেষ হয়েছে ৷ প্রতিবেশী রাজ্যএর এই ঘটনায় কলকাতার যোগ পেয়েছিল তদন্তকারীরা ৷ এরপরেই তাঁরা পশ্চিমবঙ্গেও অভিযান চালান ৷

আরও পড়ুন:

  1. ওড়িশায় উদ্ধার প্রায় 300 কোটি কালো টাকা, অভিযুক্ত মদের কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদের যোগ জোরালো
  2. একাধিক সুরা কোম্পানিতে আয়কর হানা, বাজেয়াপ্ত 300 কোটি টাকা!
  3. কোটি-কোটি টাকা উদ্ধার ইস্যুতে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে একহাত নিলেন অমিত শাহ

ABOUT THE AUTHOR

...view details