বিধাননগর, 3 মে: বিয়ের ভুয়ো শংসাপত্র তৈরি করে সহকর্মীকে ফাঁসানোর অভিযোগ ৷ এমনকি সেই শংসাপত্রের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে বধূ নির্যাতন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় দায়ের করা হয় অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে বিধাননগরের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় ৷ বাচেন্দ্রী রায় নামে ওই যুবতী তাঁর সহকর্মী নীলাদ্রি দত্তকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ ৷ তিনি রাজি না-হওয়ায় তাঁকে ফাঁসাতেই বিয়ের মিথ্যা শংসাপত্র তৈরি করেন অভিযুক্ত ৷ এমনকি গত ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা ও বধূ নির্যাতনের মামলাও করেছিলেন যুবতী ৷ মঙ্গলবার দমদম থানার পুলিশ ওই যুবতীকে গ্রেফতার করেছে ৷
নীলাদ্রি দত্ত পুলিশি অভিযোগে জানান, 2021 সালে তথ্যপ্রযুক্তি সংস্থায় তাঁর অধীনে কাজে যোগ দেন বাচেন্দ্রী রায় ৷ হঠাৎই একদিন ওই যুবতী তাঁকে বিয়ের জন্য প্রস্তাব দেন ৷ কিন্তু, তাঁর অন্যত্র বিয়ে ঠিক হয়েছিল ৷ সেই কারণে নীলাদ্রি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন ৷ কিন্তু, তার পরেও বাচেন্দ্রী রায় তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ ৷ বাচেন্দ্রী হুমকিও দেন, তাঁকে ফাঁসিয়ে দেওয়ার ৷ নীলাদ্রি অভিযোগ করেছেন, গত ডিসেম্বর মাসে একদিন রাতে বাচেন্দ্রী রায় তাঁর বাড়িতে চলে যান ৷ তাঁর মাথা ফেটে রক্ত বের হচ্ছিল সে সময় ৷ তাঁকে ফাঁসাতেই মাথা ফাটিয়েছিলেন বাচেন্দ্রী ৷ তিনি দাবি করেন নীলাদ্রির সঙ্গে তাঁর বিয়ে হয়েছে ৷ এমনকি বিয়ের একটি শংসাপত্রও দেখান ৷ কিন্তু, নীলাদ্রি তা মানতে চাননি ৷