লেকটাউন, 25 সেপ্টেম্বর: বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মহিলা চিকিৎসকের সঙ্গে বারবার সহবাস করার অভিযোগে গ্রেফতার করা হল সল্টলেকের এক আইটি কর্মীর । তাঁর বিরুদ্ধে মহিলা চিকিৎসক থানায় ধর্ষণের মামলা রুজু করলে পুলিশ সোমবার ওই আইটি কর্মীকে গ্রেফতার করে । ঘটনাটি ঘটেছে লেকটাউন থানা এলাকায় ।
সূত্রের মারফৎ জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় ওই মহিলার সঙ্গে আলাপ হয় আইটি কর্মীর । পরে ফোন নম্বর আদানপ্রদানের মাধ্যমে যোগাযোগ ও বন্ধুত্ব বাড়ে । যত দিন যায় সেই বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে । অভিযোগ, এরপরই ওই মহিলা চিকিৎসককে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করা শুরু করেন অভিযুক্ত ৷ তবে বিয়ে করা তো দূরস্ত, কিছুদিন পরই তিনি ওই মহিলা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন বলে অভিযোগ ৷ ওই মহিলা চিকিৎসক এরপর পুলিশের কাছে অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ ৷ লেকটাউন থেকে গ্রেফতার করা হয় ওই আইটি বিভাগের কর্মীকে ।
বিধান নগর কমিশনারেট সূত্রের খবর, এক মহিলা চিকিৎসকের সঙ্গে সোশাল মিডিয়ায় পরিচয় হয় আইটি কর্মী অভিজিৎ সাধুখাঁর । তাঁদের মধ্যে বন্ধুত্ব গভীর হয় । টানা যোগাযোগের মধ্যে দিয়ে তাঁরা একে অপরের আরও কাছাকাছি আসেন । অভিযোগ, এরপরই ওই যুবক মহিলাকে বিয়ে করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে বারবার সহবাস করেন অভিযুক্ত ।