কলকাতা, 20 ডিসেম্বর : কলকাতা সহ রাজ্যজুড়েই বেড়েছে শীতের প্রকোপ । আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি নিচে রয়েছে । কলকাতা সহ অন্য জেলাগুলোতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম রয়েছে ।
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 85 শতাংশ, সর্বনিম্ন 40 শতাংশ ছিল । আগামী 24 ঘণ্টায় কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।
আরও পড়ুন : মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা, কাঁপছে বীরভূম