পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আকাশ অন্ধকার, ভোর থেকেই বৃষ্টি কলকাতায়

সোমবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় ৷ গত দু-একদিন ধরে গরম বেড়েছিল ৷ এদিনের বৃষ্টিতে তা কমল ৷ কেরালায় কয়েকদিনের মধ্যেই ঢুকছে বর্ষা ৷ রাজ্যে নির্দিষ্ট সময়েই বর্ষা আসছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

সোমবার ভোর থেকেই বৃষ্টি কলকাতায়
সোমবার ভোর থেকেই বৃষ্টি কলকাতায়

By

Published : May 31, 2021, 10:37 AM IST

কলকাতা, 21 মে : শহর কলকাতায় সোমবার ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি । মধ্যে মধ্যেই শোনা যাচ্ছে মেঘের গর্জন । বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে শহরজুড়ে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টাও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে ৷ বৃষ্টির আগে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়ার বইতে পারে । পূর্বাভাস অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই আগামী 24 ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া-সহ বেশকিছু জেলায় ৷ উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় যশের দাপটে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে । এই জলীয় বাষ্প থেকে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । তাতেই রাজ্যে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে । আগামী 24 ঘণ্টা কলকাতায় আকাশ মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি করে কম । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ঘূর্ণিঝড়ের পরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি থাকায় অস্বস্তিকর গরম ছিল দক্ষিণবঙ্গে । এই বৃষ্টির জেরে সেই অস্বস্তি কেটেছে । তাপমাত্রা কমেছে স্বাভাবিকের নিচে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই কেরালাতে বর্ষা প্রবেশ করবে । নির্দিষ্ট সময়েই এই রাজ্যের বর্ষা আসবে ।

আরও পড়ুন : বালির ক্যানভাসে তামাক বর্জনের বার্তা সুদর্শনের

ABOUT THE AUTHOR

...view details