কলকাতা, 29 সেপ্টেম্বর : মধ্যরাত থেকে লাগাতার বৃষ্টি কলকাতায় । দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলছে শহর জুড়ে । বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । যার জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার দাপট ৷
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে দক্ষিণবঙ্গে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে আজ উপকূলীয় দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । যার জন্য উপকূলের এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ মঙ্গলবার রাত থেকেই উপকূলের এই জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আজ ভারী বৃষ্টিপাত হবে । উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার । যা সর্বোচ্চ ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত থাকবে ।
আরও পড়ুন :Mousuni Island Tourism: নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত মৌসুনি পর্যটন, পুজোর মুখে মাথায় হাত ব্যবসায়ীদের
তবে আগামিকাল কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও, বর্ষা যেহেতু রয়েছে তাই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । কলকাতা-সহ দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুই 24 পরগনা, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ৷ এই জেলাগুলোতে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে । যা ঘণ্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত থাকবে ।