কলকাতা, 30 অগস্ট:কথা থাকলেওবৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে না ইসরোর প্রতিনিধি দল । এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ ৷ তবে কয়েক সপ্তাহের মধ্যেই তাদের আসার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। ইসরোর সঙ্গে যোগাযোগ করার পরেই 31 অগস্ট বা 1 সেপ্টেম্বর তাদের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছেপ্রকাশ করেছিল । কিন্তু সব ব্যবস্থা করার জন্য তাদের থেকে সপ্তাহখানেক সময় চেয়ে নিয়েছেন নয়া উপাচার্য ।
রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে র্যাগিং মুক্ত করার জন্য ইসরোর সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তারপরেই ইসরোর সঙ্গে অনলাইনে বৈঠকে করেন বুদ্ধদেব সাউ । সেই বৈঠকে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে বেশ কিছু আলোচনা হয় । ওই বৈঠকের পরে উপাচার্য জানিয়েছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরোর প্রতিনিধি দল আসার ইচ্ছেপ্রকাশ করেছেন । এমনকী বুধবার সকালেও উপাচার্য জানান, 31 অগস্ট বা 1 সেপ্টেম্বর তাঁরা আসতে চেয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপাচার্য বলেন, "ইসরোর তরফ থেকে আমাদের থেকে জানতে চেয়েছিলেন কবে নাগাদ আসলে সুবিধা হবে। প্রথমে 31 তারিখ বললেও পরে আমি সপ্তাহখানেক সময় চেয়েছি ৷ তাতে আমরা আরও গুছিয়ে নিতে পারব ।"