কলকাতা, 28 নভেম্বর: রাত পোহালেই চাঁদের হাট বসছে কলকাতা রাজভবনে। গ্লোবাল এনার্জি পার্লামেন্টের উদ্যোগে আগামিকাল ও পরশু 'বিজ্ঞান এবং বিশ্বাস' শীর্ষক আলোচনা সভার আয়োজন হতে চলেছে। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, শান্তি এবং বৈশ্বিক বিষয়, পরিবেশ, সংস্কৃতি, অর্থ, স্বাস্থ্য, আবাসন ও পরিকল্পনা, মানবসম্পদ, বন, কৃষি, আইন ও বিচার, বিদ্যুৎ, সমাজকল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। উপস্থিত থাকবেন দেশ বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাতে থাকবেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ ৷
রাজভবন সূত্রের দাবি, আগামিকাল সকাল ন'টায় রাজ্যপাল সিভি আনন্দ বোস আনুষ্ঠানিকভাবে গ্লোবাল এনার্জি পার্লামেন্টের ত্রয়োদশ আন্তর্জাতিক অধিবেশনের সূচনা করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, ইসরো'র চেয়ারম্যান এস সোমানাথ, শ্রীলঙ্কার মহাবোধি সোসাইটির সভাপতি বনগালা উপতিসা থেরো, কাউন্সিল অফ ওয়ার্ল্ড এল্ডার্স-এর জার্মানির প্রধান মিসেস করিন ট্যাগ, এছাড়াও অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেনের শিক্ষাবিদ, লেখক এবং পুষ্টিবিদরা উপস্থিত থাকবেন।