পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Israel Bans Entry to Synagogues: ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের জের, কলকাতার সিনাগগগুলিতে প্রবেশ নিষেধ সাধারণের - Israel bans entry to synagogues

ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধের জেরে কলকাতার সিনাগগগুলিতে প্রবেশ নিষেধ সাধারণের ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে সতর্কতা ও নিরাপত্তার কারণেই সকল সম্প্রদায়ের প্রবেশ সময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ । প্রকাশ্যে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 8:20 PM IST

কলকাতা, 7 নভেম্বর:প্যালেস্তাইনের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ চলছে । ইজরায়েল মূলত ইহুদি রাষ্ট্র । মধ্যপ্রাচ্যের একাধিক ইসলামিক রাষ্ট্র চূড়ান্ত ইজরায়েল বিরোধী । এই দুই রাষ্ট্রের টানাপোড়েন আঁচ কলকাতায় না পড়লেও সিনাগগ কর্তৃপক্ষ সতর্ক । তাই এখন সিনাগগগুলিতে (উপাসনা কেন্দ্রে) ইহুদি ছাড়া বাকিদের প্রবেশ নিষেধ । একই ছবি সিনাগগের বিপরীতে থাকা একটি ইহুদি গীর্জাতেও । ইজরায়েল ও প্যলেস্তাইনের পরিস্থতি স্বাভাবিক হলে তবেই সকলের প্রবেশাধিকার ছাড়পত্র মিলবে ৷ এমনটাই বলছেন সেখানকার নিরাপত্তা কর্মীরা ।

পাশাপশি অন্য ছবি ফুটে উঠেছে এই কলকাতার বুকে থাকা 3টি ইহুদি উপাসনালয়ে। ধর্মীয় বিদ্বেষের আঁচ নয় বরং সম্প্রীতির ছবি বলা ভালো । কারণ এই সিনাগগগুলো আগলে রেখেছেন, রক্ষণাবেক্ষণ করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মীরা । ইলিয়াস ডেবিট এজরা বাবা জোসেফ এজরার স্মৃতি রক্ষায় 1884 সালে তৈরি হয়েছিল মাগেন ডেবিট সিনাগগ । ভিতরে রক্ষিত আছে ইহুদিদের পবিত্র গ্রন্থ 'তোরা' । এই সিনাগগের এক কর্মী বলেন, "24 বছর ধরে কাজ করি। কোনও দিন আমাদের সমস্যা হয়নি । এখানে আমরা 3জন কর্মী আছি । বছরের পর বছর দেখভাল করছি । ইজরায়েল বা প্যালেস্টাইনে যা ঘটছে তার কোনও প্রভাব এখানে নেই । এখানে সব ধর্মের সহাবস্থান । সকলের জন্যই খোলা থাকে এই সিনাগগগুলো । কোনও দিন আমাদের কোনও সমস্যা হয়নি । সব ধর্মের মানুষ আসেন ঐতিহ্য চাক্ষুষ করতে । যুদ্ধকালীন পরিস্থিতিতে সতর্কতা ও নিরাপত্তার কারণেই সকল সম্প্রদায়ের প্রবেশ সময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ । প্রকাশ্যে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি ।"

আরও পড়ুন: কালী ও ছট পুজোর প্রস্তুতি বৈঠক কলকাতা পৌরনিগমে, একাধিক সিদ্ধান্তের কথা জানালেন ফিরহাদ

উল্লেখ্য, কলকাতার বিভিন্ন জায়গায় অনেক ইহুদি বসবাস করেন ৷ ব্রিটিশ শাসনকালে কলকাতা ছিল বাণিজ্য নগরী ৷ সেই সময় থেকেই তিলোত্তমায় ইহুদিদের পা পড়েছিল। রিয়ালেস্টেট ব্যবসা তখন বেশ কিছু ইহুদি- এজরাদের প্রতিপত্তি ছিল ।

ABOUT THE AUTHOR

...view details