কলকাতা, 29 সেপ্টেম্বর: ভারতীয় জনতা পার্টির নেত্রী মানেকা গান্ধির মন্তব্যের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল ইসকন ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি সম্প্রতি ইসকন সম্পর্কে বলেন, "ইসকন তাদের গোশালা থেকে কসাইদের কাছে গরু বিক্রি করে ৷" যার পালটা মানেকার বিরুদ্ধে দৃঢ় এবং আপাত ব্যতিক্রম পদক্ষেপ করল ইসকন কর্তৃপক্ষ ৷
শুক্রবার ইসকন সংস্থার কলকাতা ইউনিটের তরফে জানানো হয় যে, তারা মানেকা গান্ধির বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করা হচ্ছে। পরে ইসকনের তরফে জানানো হয়, সুলতানপুরের সাংসদের বিরুদ্ধে এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ এমনকী তাঁকে নোটিশও পাঠানো হয়েছে বলে খবর।
ইসকন কলকাতার ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "মানেকা গান্ধির মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক। বিশ্বজুড়ে আমাদের ভক্তরা এই মন্তব্যে খুবই আহত হয়েছেন। আমরা তাঁর বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলার পাশাপাশি যাবতীয় আইনি ব্যবস্থা নিচ্ছি। আমরা আজ তাঁকে নোটিশও পাঠিয়েছি ৷"