পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ISKCON Defamation Case Against Maneka: মানেকা গান্ধির বিরুদ্ধে 100 কোটির মামলা ইসকনের

ইসকন সংস্থার কলকাতা ইউনিটের তরফে জানানো হয় যে, তারা মানেকা গান্ধির বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেছে। পরে ইসকনের তরফে জানানো হয়, সুলতানপুরের সংসদ সদস্যের বিরুদ্ধে এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 5:29 PM IST

Updated : Sep 29, 2023, 5:56 PM IST

পদক্ষেপ করল ইসকন কর্তৃপক্ষ

কলকাতা, 29 সেপ্টেম্বর: ভারতীয় জনতা পার্টির নেত্রী মানেকা গান্ধির মন্তব্যের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল ইসকন ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি সম্প্রতি ইসকন সম্পর্কে বলেন, "ইসকন তাদের গোশালা থেকে কসাইদের কাছে গরু বিক্রি করে ৷" যার পালটা মানেকার বিরুদ্ধে দৃঢ় এবং আপাত ব্যতিক্রম পদক্ষেপ করল ইসকন কর্তৃপক্ষ ৷

শুক্রবার ইসকন সংস্থার কলকাতা ইউনিটের তরফে জানানো হয় যে, তারা মানেকা গান্ধির বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করা হচ্ছে। পরে ইসকনের তরফে জানানো হয়, সুলতানপুরের সাংসদের বিরুদ্ধে এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ এমনকী তাঁকে নোটিশও পাঠানো হয়েছে বলে খবর।

ইসকন কলকাতার ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "মানেকা গান্ধির মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক। বিশ্বজুড়ে আমাদের ভক্তরা এই মন্তব্যে খুবই আহত হয়েছেন। আমরা তাঁর বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলার পাশাপাশি যাবতীয় আইনি ব্যবস্থা নিচ্ছি। আমরা আজ তাঁকে নোটিশও পাঠিয়েছি ৷"

সম্প্রতি মানেকা গান্ধির একটি ভাইরাল ভিডিয়ো প্রকাশিত হওয়ার পরই জোর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ যেই ভিডিয়োতে 'পিপল ফর অ্যানিম্যালস'-এর প্রতিষ্ঠাতাকে অভিযোগ করতে শোনা গিয়েছে যে, "ইসকন দেশের সবচেয়ে বড় প্রতারক যারা তাদের গোশালা থেকে কসাইদের কাছে গরু বিক্রি করে ৷"

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিলে স্বাক্ষর ধনকড়ের, চূড়ান্ত সম্মতি পেতে যাবে রাষ্ট্রপতির কাছে

এর জবাবে দাস জানান, একজন সাংসদ, একবারের কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে কোনও প্রমাণ ছাড়াই এত বড় সমাজের বিরুদ্ধে মিথ্যা বলতে পারেন ? মানেকা বলছেন (কথিত ভিডিয়োতে) যে তিনি অনন্তপুর গোশালায় গিয়েছিলেন কিন্তু ইসকনের সদস্য়রা সেই তথ্য অস্বীকার করেছে ।

Last Updated : Sep 29, 2023, 5:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details