কলকাতা, 3 জুন :এনআইএ-র বিশেষ আদালত যাবজ্জীবন সাজা শোনাল আইএস জঙ্গি মুসাকে ৷ 2016 সালে সিআইডি-র হাতে ধরা পড়ে সে ৷ কলকাতার মাদার হাউসে আসা বিদেশিদের খুন করতে ছক কষেছিল এই মুসা ৷ তবে তদন্তকারীদের তৎপরতায় তার ছক ভেস্তে যায় ৷ সেই মামলাতেই আদালত জঙ্গি মুসার যাবজ্জীবন সাজা শোনাল শুক্রবার (ISIS Terrorist Musa sentenced to life imprisonment) ৷
2016 সালে বর্ধমান থেকে ট্রেন থেকে মুসাকে গ্রেফতার করে সিআইডি ৷ তার কাছ থেকে উদ্ধার হয় একটি রিভলভার, তিনটি কার্তুজ, একটি ছুরি, একটি মোবাইল ফোন ৷ সিআইডি-র থেকে মামলার দায়িত্ব নেয় এনআইএ ৷ তামিলনাড়ুতে তার বাড়ি থেকে একটি ল্যাপটপ ও একটি তলোয়ার উদ্ধার করেন তদন্তকারীরা ৷ জঙ্গির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠে ৷ শুধু দেশদ্রোহিতাই নয়, জঙ্গিগোষ্ঠীর জন্য লোকজন এবং অস্ত্রও জড়ো করছিল সে ৷ সেই মামলার শুনানিতেই এনআইএ আদালতের বিচারপতি সিদ্ধার্থ কাঞ্জিলাল মুসাকে যাবজ্জীবন সাজা শুনিয়েছেন ৷
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে চার্জশিটে জানানো হয়, কলকাতার পার্কসার্কসের মাদার হাউসে আগত বিদেশিদের টার্গেট করেছিল মুসা ৷ বিশেষ করে আমেরিকা, রাশিয়া এবং ইংল্যান্ড থেকে আগতরা ছিলেন তার হিটলিস্টে ৷ এনআইএ-র আইনজীবী শ্য়ামল ঘোষ জানান, মুসা আইএসের কায়দায় বিদেশিদের ছুরি মেরে নৃশংসভাবে হত্যার ছক কষেছিল ৷ তার জন্য সে একটি বড় আকারের ছুরিও কিনেছিল ৷ তার এই পরিকল্পনা নিয়ে সে আলোচনাও করেছিল ৷ তদন্তকারীদের কাছে তার প্রমাণও রয়েছে ৷