কলকাতা, 21 জানুয়ারি: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে সকাল থেকেই ভাঙড় ছিল থমথমে ৷ দফায়-দফায় অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগণার গ্রাম ৷ বিকেল গড়াতে ভাঙড়ে অশান্তিক আঁচ এসে পড়ল শহরেও ৷ এক্ষেত্রে আইএসএফের সঙ্গে পুলিশি সংঘর্ষে রণক্ষেত্রে হয়ে উঠল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা (ISF-Police Clash at Dharmatala in Kolkata) ৷ শনিবার ছিল আইএসএফ-এর প্রতিষ্ঠা বার্ষিকী। সেই উদ্দেশে এদিন ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সভার আয়োজন করা হয়।
ঘটনাক্রমে এদিন সকালে ভাঙড়ের ঘটনার জেরে এদিন ধর্মতলায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সভা অবস্থান বিক্ষোভের আকার নেয় ৷ সেই সভায় পুলিশি হস্তক্ষেপেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ আইএসএফ কর্মী-সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে পালটা ইটবৃষ্টি শুরু করে ৷ আইএসএফ কর্মীদের ঠেকাতে লাঠিচার্জ করে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ৷ মঞ্চ থেকে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে । গ্রেফতার করা হয় তাঁকে ৷ আরও ঘোরালো হয় পরিস্থিতি ৷ ধর্মতলায় মোতায়েন হয় আরও পুলিশ বাহিনী। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। কার্যত অবরুদ্ধে হয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্র ৷ বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের লাগাতার কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ বেশ কিছু সময় পর পরিস্থতি স্বাভাবিক করে। ধর্মতলা চত্বরে স্বাভাবিক হয় যান চলাচল ।