পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nawsad Appeals in HC: গ্রেফতারির আশঙ্কা! হাইকোর্টে আগাম জামিনের আবেদন নওশাদের

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেন ৷ আগামিকাল পঞ্চায়েত ভোট ৷ তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে ৷

ETV Bharat
নওশাদ সিদ্দিকী

By

Published : Jul 7, 2023, 3:26 PM IST

Updated : Jul 7, 2023, 4:23 PM IST

কলকাতা, 7 জুলাই: আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নওশাদ সিদ্দিকী ৷ শনিবার পঞ্চায়েত ভোট ৷ তার ঠিক আগের দিন অর্থাৎ, শুক্রবারই আদালতে আবেদন জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক ৷ নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে ৷ বৌবাজার থানায় আইএসএফ বিধায়কের বিরুদ্ধে 376, 506 ধারা-সহ আরও বেশ কয়েকটি ধারায় ধারায় মামলা দায়ের হয়েছে ৷

যদিও নওশাদ তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলিকে ভিত্তিহীন ও পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে গ্রেফতার হতে পারেন তিনি ৷ তা আঁচ করে আগেভাগে কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ তবে মামলার শুনানি আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা ৷

গত বুধবার অর্থাৎ 5 জুলাই এক মহিলা নিউটাউন থানায় এসে নওশাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ মহিলার অভিযোগ, আইএসএফ বিধায়ক দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সহবাস করছেন ৷ তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন ৷ তবে বিয়ে করেননি ৷ অভিযোগ জানানোর সময় ওই মহিলার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত ৷

আরও পড়ুন: নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ

পঞ্চায়েত ভোটে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় সব্যসাচী দত্ত ৷ তৃণমূল নেতা ভাঙড়ের দায়িত্ব নেওয়ার পরে এই ঘটনা ঘটায় এ নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে ৷ এদিকে পঞ্চায়েত ভোট শিয়রে ৷ তাই এই রাজনৈতিক পরিস্থিতিতে এমন অভিযোগকে চক্রান্ত বলে উল্লেখ করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ এর আগেও জানুয়ারি মাসের 21 তারিখে আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের সভাকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ বাধে ৷ ধর্মতলা চত্বরে পুলিশ ও আমজনতার মধ্যে পাথর ছোড়াছুড়ি চলতে থাকে ৷ পুলিশও লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ এরপর নওশাদকে গ্রেফতার করা হয় ৷ 42 দিন পর তিনি জেল থেকে ছাড়া পান ৷

Last Updated : Jul 7, 2023, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details