পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"বাংলায় এটাই কী গণতন্ত্র", BJP নেতা খুনের ঘটনায় প্রশ্ন সম্বিত পাত্রর - ব্যারাকপুরে BJP নেতা খুনের ঘটনায় সাংবাদিক বৈঠকে BJP - র মুখপাত্র

তিনি বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, বাংলায় এটাই কী গণতন্ত্র ? তিনি ও তাঁর প্রতিনিধিরা অন্য রাজ্যে গিয়ে অবিচারের কথা বলছেন ৷ এবার আমি তাঁকে জিজ্ঞাসা করতে চাই, তিনি কবে মণীশ শুক্লার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন ৷"

West Bengal murder: Is this democracy, asks BJP's Spokesperson
ব্যারাকপুরে BJP নেতা খুনের ঘটনায় সাংবাদিক বৈঠকে BJP - র মুখপাত্র

By

Published : Oct 5, 2020, 5:51 PM IST

কলকাতা, 5 অক্টোবর : "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই এটাই কী বাংলার গণতন্ত্র ? " আজ সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশে এই প্রশ্ন ছুড়ে দিলেন BJP-র মুখপাত্র সম্বিত পাত্র ৷ গতকাল ব্যারাকপুরে খুন হন BJP নেতা মণীশ শুক্লা ৷ তা নিয়েই আজ সাংবাদিক বৈঠক করেন তিনি ।

সম্বিত পাত্র বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই , এটাই কী বাংলার গণতন্ত্র ? তিনি ও তাঁর প্রতিনিধিরা অন্য রাজ্যে গিয়ে অবিচারের কথা বলছেন ৷ এবার আমি তাঁকে জিজ্ঞাসা করতে চাই, তিনি কবে মণীশ শুক্লার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন ৷" মমতা বন্দ্যোপাধ্যায় কি এই ঘটনায় CBI তদন্তের সুপারিশ করবেন ? এর উত্তরও জানতে চান তিনি ।

ব্যারাকপুরে BJP নেতা খুনের ঘটনায় সাংবাদিক বৈঠক সম্বিত পাত্রর

তিনি আরও বলেন, "একটা সময় ছিল যখন বলা হত যা বাংলা আজ ভাবে, ভারত ভাবে কাল ৷ বাংলা একসময় বুদ্ধিজীবী, সংস্কৃতির গড় ছিল ৷ কিন্তু প্রথমে বাম ও পরে তৃণমূল এসে রাজনৈতিক হত্যালীলাকে সেখানের নিউ নর্মাল বানিয়ে তুলেছে ৷ যা পুরোপুরি ঘৃণার রাজনীতি ৷ গতকালের মণীশ শুক্লার হত্যাকাণ্ড খুবই নিন্দনীয় ও চিন্তার ৷ কয়েকজন মুখঢাকা দুষ্কৃতী পুলিশ স্টেশনের সামনে তাঁকে গুলি করে মেরেছে ৷ পুলিশের ভূমিকার তদন্ত করতে হবে ৷ গত দু'মাসে বাংলায় খুনের পর খুন হয়েছে ৷ দক্ষিণ 24 পরগণা, আরামবাগ, কোচবিহার, তমলুক ৷ এরপর সবশেষে গতকাল ব্যারাকপুরের এই হত্যাকাণ্ড ৷ "

For All Latest Updates

TAGGED:

COPY

ABOUT THE AUTHOR

...view details