কলকাতা, 23 জানুয়ারি : প্রতি বছর নেতাজির জন্মজয়ন্তী নিয়ে উন্মাদনা দেখা যায় । সারা বছর নেতাজি অন্তরালে থাকলেও, প্রতি বছর 23 জানুয়ারি নেতাজিকে নিয়ে পথে নামেন রাজনীতির মানুষেরা । এ বছরে তার অন্যথা হয়নি । সকাল থেকেই নেতাজির স্মরণে বাম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল । এতে কি নেতাজির গরিমা বাড়ছে ? নেতাজির নীতি আদর্শ মেনে চলছে রাজনৈতিক দলগুলি ? প্রশ্ন বিশিষ্টদের ।
আসলে নেতাজি রাজনীতির তাস । এবছর বঙ্গে নির্বাচন রয়েছে । নেতাজিকে সামনে রেখে রাজনৈতিক প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল । যদিও বিশিষ্টরা জানাচ্ছেন, নেতাজির নীতি-আদর্শ থেকে সরে গিয়েছে রাজনৈতিক দলগুলি ।
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন, "নেতাজির গরিমা কি আছে এখন, যা অবস্থা আমাদের । তাঁর আদর্শ থেকে আমরা অনেকটাই সরে এসেছি । এখন নেতাজি সহ সকলেই রাজনীতির তাস হয়ে গেছেন । নেতাজিকে নিয়ে টানাটানি হচ্ছে হোক । বুদ্ধিজীবীদের কিছু এসে যায় না ।"