পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CM Concerned about Ganga Sagar: গঙ্গাসাগর মেলার দিনগুলোতে কি বড় ষড়যন্ত্রের আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী ? কেন বললেন এ কথা !

গঙ্গাসাগর মেলার (Ganga Sagar Mela) দিনগুলোতে কি বড় কোনও ষড়যন্ত্রের আশঙ্কা (CM Concerned about Ganga Sagar) করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)? তাঁর একটি মন্তব্যে এমন প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে ৷

Mamata Banerjee image ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি

By

Published : Dec 21, 2022, 7:43 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর:সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ডিসেম্বর ডেডলাইন নিয়ে সতর্কবার্তা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায় । পরবর্তীতে প্রশাসনিক সভাতেও সেই আশঙ্কারই পুনরাবৃত্তি করেছিলেন মুখ্যমন্ত্রী । তবে ডিসেম্বর অতিবাহিত হলেও গঙ্গাসাগর মেলাকে (Ganga Sagar Mela) কেন্দ্র করে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে বুধবার আশঙ্কা প্রকাশ করলেন বাংলার প্রশাসনিক প্রধান । এ দিন নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় । সেখানে আরও একবার আশঙ্কার (CM Concerned about Ganga Sagar) সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায় ।

প্রসঙ্গত, এ দিন বৈঠকে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস মেলা প্রাঙ্গণে আগুন জ্বেলে রান্না করা নিয়ে সতর্ক থাকার কথা বলেন । তিনি এও বলেন, যাতে মেলা প্রাঙ্গণে এই ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ করা যায় সে বিষয়ে উদ্যোগী হতে । মুখ্যমন্ত্রী তাঁর মুখের কথা কেড়ে নিয়ে মেলা প্রাঙ্গণে অগ্নি সুরক্ষা নিয়ে সতর্ক থাকার জন্য পুলিশ এবং প্রশাসনকে নির্দেশ দেন । স্পষ্ট ভাষায় তিনি জ্বানিয়ে দেন, কোনওভাবেই মেলা প্রাঙ্গণে আগুন জ্বালানো যাবে না । এ বিষয়ে পুলিশকে নজরদারি চালাতে হবে । নজর রাখতে হবে সিসিটিভিতেও ।

এরপরই মুখ্যমন্ত্রীর সংযোজন, মেলা প্রাঙ্গণে যাতে কেউ বন্দুক নিয়ে না যেতে পারে সেটাও নজরে রাখতে হবে । গঙ্গাসাগর নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, স্টোভ নিয়ে কেউ ঢুকছে নাকি বন্দুক নিয়ে কেউ ঢুকছে, তা দেখতে হবে । অনেকেই তো মেলা ভেস্তে দিতে পারে । মুখ্যমন্ত্রী বলেছেন, গঙ্গাসাগর নিয়ে কমিউনাল টেনশন তৈরির চেষ্টা করা হতে পারে । অতএব সতর্ক থাকতে হবে পুলিশকে ।

আরও পড়ুন:পাখির চোখ পঞ্চায়েত, 2 জানুয়ারি সভাতেই তৈরি হবে জনসংযোগের রূপরেখা

প্রসঙ্গত, মন্ত্রিসভার বৈঠক অথবা প্রশাসনিক সভা বা বড় মেলার প্রস্তুতি মিটিং - বারবার বাংলার মুখ্যমন্ত্রীর এই ধরনের আশঙ্কা প্রকাশ রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে । এখন দেখার মুখ্যমন্ত্রীর এই আশঙ্কার পর গঙ্গাসাগর মেলায়, যেখানে প্রায় 30 লক্ষ মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে রাজ্য প্রশাসন কী ধরনের বন্দোবস্ত করে !

ABOUT THE AUTHOR

...view details