কলকাতা, 9 নভেম্বর: ‘আমার টাকায়, আমার সেতু’ ৷ মাস কয়েক আগে যখন পদ্মা সেতুর (Padma Bridge) উদ্বোধন হয়, সেই সময় এই স্লোগানই বারবার ঘুরে ফিরে এসেছে বাংলাদেশীদের মুখে ৷ এই সেতু নিয়ে গর্বের পোস্টও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে ৷ কিন্তু এবার সেই পদ্মা সেতুর নির্মাণ নিয়ে বিতর্ক তৈরি হল ৷ ওই সেতু নির্মাণে গরুপাচারের (Cattle Smuggling Scam) টাকাও ব্যবহৃত হয়েছে ৷ এমনটাই খবর মিলেছে সিআইডি (CID) সূত্রে ৷
প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডের তদন্ত করছে সিবিআই ৷ কিন্তু পাশাপাশি এই তদন্ত করছে সিআইডিও ৷ সম্প্রতি সিআইডির তরফে এই মামলায় চার্জশিটও পেশ করা হয়েছে ৷ সেই চার্জশিটে নাম রয়েছে এনামুল হকের তিন ভাগনের ৷ যাদের সংস্থা এইচ এম গ্রুপ বাংলাদেশে (Bangladesh) পদ্মা সেতু নির্মাণে ভারত থেকে পাথরকুচি সরবরাহ করেছিল ৷
এনামুল হক (Enamul Haque) গরুপাচার কাণ্ডে অভিযুক্ত ৷ ইডি (ED) তাঁকে অনেক আগেই গ্রেফতার করেছে ৷ আপাতত তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ তাঁরা ঠিকানা এখন তিহাড় জেল ৷ সিআইডির সন্দেহ, গরুপাচারে মামার সঙ্গে এই তিন ভাগনে জাহাঙ্গির আলম, হুমায়ুন কবীর ও মেহেদী হাসান জড়িত ৷ আর গরুপাচারের টাকাই তারা ব্যবসার কাজে ব্যবহার করত ৷ সেই ভাবেই গরুপাচারের টাকাতেই পদ্মা সেতুর পাথরকুচি সরবরাহ করা হয়েছিল বলে সিআইডির গোয়েন্দাদের অনুমান ৷