কলকাতা, 9 ডিসেম্বর: রোজ প্রতিটি মা ক্যান্টিনে 300 প্লেট খাবার বরাদ্দ থাকে ৷ তবে, বাস্তবে কোথাও 50 প্লেট, তো আবার কোথাো 100 প্লেটের কিছু বেশি বিক্রির অভিযোগ উঠেছে ৷ এমনও অভিযোগ উঠেছে, ডিম ছাড়াই ডাল, সবজি দিয়েই ভাত বিক্রি করা হচ্ছে কোনও কোনও জায়গায় (Maa Canteens not Serving The Purpose Thanks) ৷ আর সবচেয়ে বড় যে অভিযোগ উঠেছে, তা হল কয়েকটি জায়গায় মা ক্যান্টিন থেকে ডিম আলাদা করে 5 টাকায় বিক্রি হচ্ছে ৷ এমন নানা অনিয়মের অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্প ‘মা ক্যান্টিন’ নিয়ে ৷
কলকাতা পৌরনিগম (Calcutta Municipal Corporation) সূত্রে খবর, প্রতিটি ‘মা ক্যান্টিন’ থেকে দিনে 300 প্লেট খাবার বিক্রি করার কথা ৷ তবে, খাতায় কলমে সব ঠিক থাকলেও, বাস্তবে রয়েছে একাধিক অনিয়ম ৷ আর এই অনিয়ম ঢাকতে নানা যুক্তি খাঁড়া করছেন ‘মা ক্যান্টিনে’র কর্মীরা ৷ কোনও ক্যান্টিনের কর্মীদের দাবি, ‘‘লোক হয় না, তাই অল্প প্লেট বিক্রি করি ৷’’ কেউ বলছেন, ‘‘ভাত, তরকারি শেষ হয়ে গেলে, ডিম অতিরিক্ত থাকে ৷ সেগুলি আলাদা বিক্রি করা হয় ৷’’ ফলে এখানেই প্রশ্ন উঠছে, বাকি বরাদ্দ প্লেট যাচ্ছে কোথায় ? এর কোনও সদুত্তর পাওয়া যায়নি ৷ এমনকি মা ক্যান্টিনগুলিতে প্রশাসনের নজরদারি নেই (Lack of Supervision in Maa Canteens) বললেই চলে ৷