কলকাতা, 25 অক্টোবর : ট্রেনে আবার পাওয়া যাবে রেলের গরম খাবার। লকডাউনের পর ট্রেন চলাচল চালু হলেও গতবছর থেকেই বন্ধ রয়েছে ট্রেনে যাত্রীদের খাবার পরিবেশন । দেওয়া হচ্ছে না বিছানা-বালিশও। সূত্রের খবর, ফের দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকার পরিষেবা চালু করার পরিকল্পনা নিতে চলেছে রেল কর্তৃপক্ষ।
কোভিড সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে পরিষেবা চালু হলেও করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় ট্রেনে খাবার দেওয়ার ব্যবস্থা। তবে দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকারের খাবার না মেলায় বহু যাত্রীকে সমস্যার সমুখীন হতে হচ্ছিল। তাই বিভিন্ন সময় যাত্রীরা রেলের কাছে আবেদন জানিয়েছেন দ্রুত ফের এই পরিষেবা চালু করার জন্য। এবার সেই আবেদনকেই মান্যতা দিতে পারে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন : Corona in Bengal : বাড়ল করোনায় মৃতের সংখ্যা, সল্টলেক ও দমদমে একাধিক কনটেনমেন্ট জোন
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই বিষয়ে বলেন, "ট্রেনে সফর করার সময় খাবার ও বিছানা নিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হয়ে যাত্রীদের। বাড়তি বোঝা হয়ে দাঁড়ায় এগুলো। অনেকবারই যাত্রীদের থেকে আবার খাবার ব্যবস্থা চালু করার আবেদন পেয়েছি। এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে রেল বোর্ড। বোর্ডের সবুজ সঙ্কেত মিললেই চালু হয়ে যাবে এই পরিষেবা। আমরা প্রস্তুত আছি।"
সূত্রের খবর, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্রুত একটি উচ্চপর্যায় বৈঠকে বসবেন রেল বোর্ডের আধিকারিকরা। বৈঠকে থাকতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ বলেছেন, "যাত্রীদের সুবিধার জন্য ট্রেনের ক্যাটেরিং ব্যবস্থা চালু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কেন্দ্রের থেকে নির্দেশ পেলেই পুনরায় চালু করে দেওয়া হবে এই পরিষেবা ।"