পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nepal Package IRCTC : ডিসেম্বরেই চালু হবে আইআরসিটিসির নেপাল প্যাকেজ - কলকাতা এবং পশ্চিমবঙ্গ

20 ডিসেম্বর থেকে নেপাল প্যাকেজ শুরু করতে চলেছে আইআরসিটিসি ৷ করোনা প্যানডেমিক পরিস্থিতি এবং লকডাউনের পর এই প্যাকেজ ভ্রমণপিপাসুদের উজ্জীবিত করবে বলেই মনে করছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন ৷

Nepal Package Irctc
ডিসেম্বরেই চালু হবে আইআরসিটিসির নেপাল প্যাকেজ

By

Published : Oct 17, 2021, 9:17 AM IST

কলকাতা, 17 অক্টোবর: ভ্রমণপিপাসুদের জন্য সুখবর । আগামী 20 ডিসেম্বর থেকে আবারও চালু হতে চলেছে আইআরসিটিসির নেপাল প্যাকেজ ৷ করোনা প্যানডেমিক ও লকডাউনের পর আবার নেপাল সফরের প্যাকেজ আয়োজন করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) । কোভিড সংক্রমণের কারণে বেশিরভাগ মানুষই একটানা বহুদিন ইচ্ছাকৃতভাবে গৃহবন্দি ছিল । চিকিৎসকরা বারবার বলছেন প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে না বেরোনোই শ্রেয় । তবে দ্বিতীয় লডাউনের পর আবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে । একঘেয়েমি কাটাতে বহু মানুষ বেরিয়ে পড়েছেন ইতিউতি । তাই ভ্রমণ পিপাসুদের আরও একটু আমোদ দিতে পিছিয়ে নেই আইআরসিটিসিও ।

আইআরসিটিসির এক কর্তা জানান, যে কোভিডের কারণে বন্ধ ছিল এই ধরনের প্যাকেজ । তাই কাছাকাছির মধ্যে বিদেশ ঘুরে আসার স্বাদ মেটাতেই এই উদ্যোগ । সংক্রমণের কারণে এমনিতেই যাত্রী সংখ্যা একেবারে নেই বললেই চলে । তাই ব্যবসার হাল ফেরাতে ও পর্যটকদের মন ভাল করতেই এই পরিকল্পনা । 7 দিন ও 8 রাতের এই প্যাকেজ শুরু হতে চলেছে আগামী ডিসেম্বর মাস থেকে । 20 ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে ।

আরও পড়ুন: শান্তিপূর্ণভাবেই কেটেছে তিলোত্তমার পুজো, কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে খুশি নগরপাল

এই সফরে বাতানুকূল তৃতীয় শ্রেণির কোচে নিয়ে যাওয়া হবে । রক্সৌল, চিটওয়ান, পোখরা ও কাঠমান্ডু হয়ে আটদিনের মাথায় আবার ফেরা । রাখা হবে বিলাসবহুল হোটেল ও রিসর্টে । যাতায়াতের খরচ পড়বে মাথাপিছু 28000 টাকা । অনলাইনে প্যাকেজ বুক করার সুবিধা রয়েছে । অনলাইনে বুক করতে হলে আইআরসিটিসির ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে বুক করতে হবে । আইআরসিটিসি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যে কোভিড পরিস্থিতিতে ট্রেনে যাওয়া আসার সময় 'বেড রোল' বা বালিশ-বিছানা দেওয়া হবে না । যাত্রীদের নিজেদের বালিশ বিছানা নিয়ে যেতে হবে । পাশাপাশি যাত্রীদের কঠোরভাবে মানতে হবে কোভিড স্বাস্থ্যবিধিও ।

ABOUT THE AUTHOR

...view details