কলকাতা, ১১ জুন: ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারী অফিসাররা । নির্দেশ কলকাতা হাইকোর্টের । নির্দেশ দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ । মামলাকারী মিঠুন চক্রবর্তীকে ই-মেলের মাধ্যমে এই মামলার তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে । তদন্তকারী অফিসাররা প্রয়োজন মনে করলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন । আগামী শুক্রবার পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে । আগামী শুক্রবার ফের শুনানি হবে এই মামলার ।
বিতর্কিত মন্তব্যের জেরে মহাগুরুর বিরুদ্ধে মানিকতলা থানায় দায়ের করা হয়েছিল এফআইআর । সেটা খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে গত ৮ জুন মামলা করেন মিঠুন চক্রবর্তী । রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী । ব্রিগেড সমাবেশ থেকে নিজের সিনেমার বিভিন্ন জনপ্রিয় ডায়ালগ বলে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন । এরপরই মিঠুন চক্রবর্তী উস্কানিমূলক মন্তব্য করেছেন দাবি করে তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় 153এ, 504, 505 একাধিক ধারায় এফআইআর দায়ের হয় ।