কলকাতা, 14 ডিসেম্বর: বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার কাণ্ডে সিবিআই-এর যে তদন্তকারী আধিকারিক গ্রেফতার করেছিলেন, এবার লালন শেখ মৃত্যুর (Lalan Sheikh Death Case) ঘটনায় সেই সিবিআই আধিকারিকের বিরুদ্ধেই মামলা রুজু করল সিআইডি । ওই সিবিআই আধিকারিকের নাম সুশান্ত ভট্টাচার্য । এছাড়াও এফআইআর কপিতে নাম রয়েছে সিবিআই-এর ডিআইজি পদমর্যাদার আধিকারিক এবং একজন এসপি'র ।
এর আগে মৃত লালন শেখের স্ত্রী বারবার অভিযোগ করেছেন যে, লালন শেখকে নিজেদের হেফাজতে নিয়ে তার পরিবারের কাছ থেকে টাকাপয়সা চেয়েছিল সিবিআই'য়ের গোয়েন্দারা । ফলে অভিযুক্ত সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও দায়ের করেছে তদন্তকারী আধিকারিকরা । এই সুশান্ত ভট্টাচার্যের নেতৃত্বে বীরভূমে অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই আধিকারিকরা গিয়ে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই । ফলে অনেকেই মনে করছেন যে বর্তমানে গরুপাচার মামলায় হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের মামলা হালকা করতে এবং তদন্তকারী আধিকারিককে বাগে আনতেই কোমর বেঁধে ময়দানে নেমেছে সিআইডি ।
আরও পড়ুন:লালন শেখ মৃত্যুর ঘটনায় এবার সিবিআই'য়ের বিরুদ্ধে তদন্তে সিআইডি