পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ সিদ্ধান্তের প্রতিবাদে পথে INTTUC - inttuc

রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের প্রতিবাদে বারবারই সরব হয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণার প্রতিবাদে গতকাল পথে নামেন INTTUC-র নেতা-কর্মীরা ।

INTTUC
INTTUC

By

Published : May 19, 2020, 5:10 PM IST

কলকাতা, 19 মে : রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামল INTTUC । সোশাল ডিসট‍েন্স বজায় রেখে শহরের বিভিন্ন জায়গায় গতকাল প্রতিবাদে শামিল হন সংগঠনের কর্মীরা । তৃণমূলের শ্রমিক নেত্রী দোলা সেন সুর চড়িয়ে বলেন, "লকডাউনের মধ্যেই নির্লজ্জ ও চোরের মতো অর্ডিন্যান্স ফ্যাক্টরির 74% বেসরকারিকরণ করছে মোদি সরকার ।"

রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ সিদ্ধান্তের প্রতিবাদে বারবারই সরব হয়েছে INTTUC । গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন, "বেসরকারি সংস্থাকে স্থান করে দিতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সংযুক্তিকরণ ও বিলগ্নিকরণ করা হবে । কমিয়ে আনা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থার একচ্ছত্র অধিকার ।" গতকাল লকডাউনের মধ্যে এই ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানান INTTUC-র নেতা-কর্মীরা । বাবুঘাটের কাছে নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে, কাশীপুর গানসেল ফ্যাক্টরির সামনে এবং কোল ইন্ডিয়ার সদর দপ্তর নজরুলতীর্থের সামনে প্রতিবাদে ফেটে পড়েন তাঁরা । তবে সোশাল ডিসটেন্সকে মান্যতা দিয়েই প্রতিবাদের সুর চড়ান INTTUC-র নেতা-কর্মীরা ।

তৃণমূল সাংসদ তথা INTTUC-র সভানেত্রী দোলা সেন এই প্রসঙ্গে বলেন, "গান্ধিমূর্তির পাদদেশে এবং পার্লামেন্টেও আমরা এর আগে প্রতিবাদ করেছিলাম । অন্যান্যরাও প্রতিবাদ করেছিলেন । তখন নরেন্দ্র মোদি সরকার পিছু হটেছিল । এখন নির্লজ্জের মতো, চোরের মতো, কাপুরুষের মতো, চুরি করে লুকিয়ে লুকিয়ে 74% বেসরকারিকরণ করছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে । কোলের পাঁচটা সাবসিডিয়াল সেল কাউন্টারকে কলকাতার বাইরে সরিয়ে নিয়ে যাচ্ছে । যাঁরা অন্যত্র গিয়ে কাজ করতে পারবেন না, পার্মানেন্ট এমপ্লয়ি হলেও তাঁদের কাজ চলে যাবে । লকডাউনের সময় যখন অফিসে 50টা লোক নেই , সারা দেশের লোক ঘরের ভিতর থেকে বেরোতে পারছেন না তখনই ওরা এই কাজগুলি করছে । এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ ।"

ABOUT THE AUTHOR

...view details