কলকাতা, 12 জুলাই : প্রার্থীদের নম্বর প্রকাশ করলে প্রভাবিত হতে পারে ইন্টারভিউ প্রক্রিয়া । তাই প্রকাশিত হয়নি আপার প্রাইমারির প্রার্থীদের নম্বরের তালিকা । আজ আপার প্রাইমারি সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টে একথা জানাল স্কুল সার্ভিস কমিশন
।
৪ জুলাই এই মামলার শুনানিতে হাইকোর্ট জানায় আপার প্রাইমারির ইন্টারভিউ লিস্ট অসম্পূর্ণ । ১০ জুলাই পুনরায় সমস্ত তথ্য দিয়ে সম্পূর্ণ লিস্ট প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্ট । এবিষয়ে আজ রাজ্যের তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্ত বলেন, "2 জুলাই থেকে শুরু হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া । ১৫ জুলাই পর্যন্ত চলবে । এর মধ্যে প্রার্থীদের নম্বর প্রকাশ করলে তাতে ইন্টারভিউ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে । ইন্টারভিউ শেষ হলে প্রার্থীর নম্বর সহ লিস্ট বের করা যেতে পারে ।" তাঁর এই বক্তব্যকে প্রাথমিকভাবে মান্যতা দিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য । আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে । পাশাপাশি, আজ আবার কয়েকশো প্রার্থীকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকার নির্দেশ দিল হাইকোর্ট ।