পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রার্থীর নম্বর জানালে প্রভাবিত হতে পারে ইন্টারভিউ প্রক্রিয়া, হাইকোর্টে জানাল SSC

"2 জুলাই থেকে শুরু হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া । ১৫ জুলাই পর্যন্ত চলবে । এর মধ্যে প্রার্থীদের নম্বর প্রকাশ করলে তাতে ইন্টারভিউ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে । ইন্টারভিউ শেষ হলে প্রার্থীর নম্বর সহ লিস্ট বের করা যেতে পারে ।" আজ হাইকোর্টে একথা বললেন রাজ্যের আইনজীবী লক্ষ্মী গুপ্ত ।

ফাইল ফোটো

By

Published : Jul 12, 2019, 7:28 PM IST

কলকাতা, 12 জুলাই : প্রার্থীদের নম্বর প্রকাশ করলে প্রভাবিত হতে পারে ইন্টারভিউ প্রক্রিয়া । তাই প্রকাশিত হয়নি আপার প্রাইমারির প্রার্থীদের নম্বরের তালিকা । আজ আপার প্রাইমারি সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টে একথা জানাল স্কুল সার্ভিস কমিশন

৪ জুলাই এই মামলার শুনানিতে হাইকোর্ট জানায় আপার প্রাইমারির ইন্টারভিউ লিস্ট অসম্পূর্ণ । ১০ জুলাই পুনরায় সমস্ত তথ্য দিয়ে সম্পূর্ণ লিস্ট প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্ট । এবিষয়ে আজ রাজ্যের তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্ত বলেন, "2 জুলাই থেকে শুরু হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া । ১৫ জুলাই পর্যন্ত চলবে । এর মধ্যে প্রার্থীদের নম্বর প্রকাশ করলে তাতে ইন্টারভিউ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে । ইন্টারভিউ শেষ হলে প্রার্থীর নম্বর সহ লিস্ট বের করা যেতে পারে ।" তাঁর এই বক্তব্যকে প্রাথমিকভাবে মান্যতা দিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য । আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে । পাশাপাশি, আজ আবার কয়েকশো প্রার্থীকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকার নির্দেশ দিল হাইকোর্ট ।

অন্যদিকে, আজ প্রকাশ রায়, বেবি রায় ও রিঙ্কু দেবনাথসহ আরও প্রায় ৬০০ জন প্রশিক্ষণপ্রাপ্তের নথি যাচাই করার নির্দেশ দিলেন বিচারপতি । স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী বলেন, "আগামী ৩০ ও ৩১ জুলাই পরবর্তী নথি যাচাই করা হবে । সেই সময় এই প্রার্থীরা সুযোগ পাবেন । তবে দু-একদিন দেরি হতে পারে ।

প্রসঙ্গত, ১ জুলাই বিচারপতি বলেন, "মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টারভিউ নিলেও স্কুল সার্ভিস কমিশন প্রার্থীদের রেজ়াল্ট আপাতত বের করতে পারবে না ।"

ABOUT THE AUTHOR

...view details