কলকাতা, 26 নভেম্বর: "নমামি গঙ্গা প্রকল্পে শুধুমাত্র বেনারসেই কাজ হচ্ছে । বাকি রাজ্যে কাজ হচ্ছে না । হচ্ছে দুর্নীতি।" শনিবার ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (interview of Md salim with ETV Bharat) । তাঁর আরও অভিযোগ ,"গোটা দেশের নদী, নালা, শুকিয়ে যাচ্ছে । সেচের ব্যবস্থা খারাপ হচ্ছে । তিস্তা প্রকল্প বাতিল করে দেওয়া হয়েছে ।"
এদিন ইটিভি ভারতের তরফে সিপিএম রাজ্য সম্পাদককে প্রশ্ন করা হয়, মালদা, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় গঙ্গায় বিঘা, বিঘা জমি,বাড়িঘর তলিয়ে যাচ্ছে ৷ আবার অন্যদিকে গঙ্গা আরতির কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কার্যত এই প্রশ্ন লুফে নিয়ে মোদি-মমতাকে একযোগে আক্রমণ করেন সেলিম (Md salim speaks on Ganga erosion) । বলেন,"দুয়ারে সরকার করা হচ্ছে, অথচ, দুয়ারে গঙ্গা আসলেও কোনও কাজ হচ্ছে না । রাজ্য সরকারের কোনও দেখা নেই । বিষয়টা নিয়ে লোকসভা, বিধানসভায় আলোচনা, কথা কই ? হচ্ছে না । কিন্তু, আমরা থেমে নেই । এলাকার দুর্গত মানুষদের নিয়ে কমিটি গড়েছি । কীভাবে ভাঙ্গন রোধ করা সম্ভব, তার চেষ্টা চলছে । বিষয়টা নিয়ে দিল্লিতে যাব । রাজ্য-কেন্দ্র উভয় সরকারের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা ।"