পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Md Salim: 'নমামি গঙ্গে প্রকল্পে শুধুমাত্র বেনারসেই কাজ হচ্ছে, বাকি রাজ্যে দুর্নীতি হচ্ছে', অভিযোগ সেলিমের - md salim attacks modi mamata

একাধিক বিষয়ে রাজ্য ও কেন্দ্রকে বিঁধলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) ৷

ETV Bharat
Md Salim on Ganga erosion

By

Published : Nov 26, 2022, 5:48 PM IST

কলকাতা, 26 নভেম্বর: "নমামি গঙ্গা প্রকল্পে শুধুমাত্র বেনারসেই কাজ হচ্ছে । বাকি রাজ্যে কাজ হচ্ছে না । হচ্ছে দুর্নীতি।" শনিবার ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (interview of Md salim with ETV Bharat) । তাঁর আরও অভিযোগ ,"গোটা দেশের নদী, নালা, শুকিয়ে যাচ্ছে । সেচের ব্যবস্থা খারাপ হচ্ছে । তিস্তা প্রকল্প বাতিল করে দেওয়া হয়েছে ।"

এদিন ইটিভি ভারতের তরফে সিপিএম রাজ্য সম্পাদককে প্রশ্ন করা হয়, মালদা, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় গঙ্গায় বিঘা, বিঘা জমি,বাড়িঘর তলিয়ে যাচ্ছে ৷ আবার অন্যদিকে গঙ্গা আরতির কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কার্যত এই প্রশ্ন লুফে নিয়ে মোদি-মমতাকে একযোগে আক্রমণ করেন সেলিম (Md salim speaks on Ganga erosion) । বলেন,"দুয়ারে সরকার করা হচ্ছে, অথচ, দুয়ারে গঙ্গা আসলেও কোনও কাজ হচ্ছে না । রাজ্য সরকারের কোনও দেখা নেই । বিষয়টা নিয়ে লোকসভা, বিধানসভায় আলোচনা, কথা কই ? হচ্ছে না । কিন্তু, আমরা থেমে নেই । এলাকার দুর্গত মানুষদের নিয়ে কমিটি গড়েছি । কীভাবে ভাঙ্গন রোধ করা সম্ভব, তার চেষ্টা চলছে । বিষয়টা নিয়ে দিল্লিতে যাব । রাজ্য-কেন্দ্র উভয় সরকারের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা ।"

আরও পড়ুন: 'প্রয়োজন হলে বোম মারতে হবে, পুলিশকে গুলিতে ঝাঁঝরা করে দেবে কংগ্রেস' ! হুঁশিয়ারি নেত্রীর

গুজরাত বিধানসভা নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে দেশের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন সেলিম । একশো বছরের বেশি পুরনো সিপিআইএম পার্টি দেশের সব রাজ্যে জায়গা দখল করতে পারল না । অথচ, কয়েক বছর আগে জন্ম নেওয়া অরবিন্দ কেজিওয়ালের আম আদমি পার্টি গুজরাতে অন্যতম বিরোধী শক্তি হিসাবে উঠে আসছে কী করে? এই প্রশ্নের উত্তরে সেলিম বলেন,"আপ, তৃণমূলের মতো একাধিক দলকে কাজে লাগাচ্ছে আরএসএস । ঠিক যেমন বাংলায় তৃণমূল দ্বায়িত্ব নিয়ে আরএসএস ও বিজেপির চাষ করছে । গোয়া, পঞ্জাবে কংগ্রেসকে ক্ষতি করেছে । ঠিক তেমনি গুজরাতে কংগ্রেস-সহ বাকি রাজনৈতক দলকে ঘুর পথে ব্যবহার করা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details