পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোর্ডের পরীক্ষার জন্য এগিয়ে আনা হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা, কবে শুরু ? - থিম কান্ট্রি

International Kolkata Book Fair: বোর্ডের পরীক্ষার জন্য কিছুটা এগিয়ে আনা হল 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ৷ গিল্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর বইমেলা শুরু হবে 18 জানুয়ারি ৷

International Kolkata Book Fair
কলকাতা বইমেলা

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 4:37 PM IST

Updated : Nov 28, 2023, 6:48 PM IST

কলকাতা, 28 নভেম্বর: বইপ্রেমীদের জন্য সুখবর । এগিয়ে আসছে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উৎসব। 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে বইয়ের এই বিশাল মেলা । বোর্ডের পরীক্ষার জন্যই এ বার বইমেলা এগিয়ে আনা হল বলে জানিয়েছে গিল্ড কর্তৃপক্ষ। বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত কয়েক বছরের মতো এ বারেও সল্টলেকের সেন্ট্রাল পার্কেই (যা পরবর্তীকালে নাম হয় বইমেলা প্রাঙ্গণ) হবে বইমেলা । এ বারের বইমেলার 'থিম কান্ট্রি' হিসাবে বেছে নেওয়া হয়েছে ব্রিটেনকে ।

মঙ্গলবার গিল্ডের তরফ থেকে এই নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে, সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যান্ড্রু ফ্লেমিং এবং ব্রিটিশ কাউন্সিলের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের অধিকর্তা ড. দেবাঞ্জন চক্রবর্তী ।

ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে 2023-2024 বর্ষ ব্রিটিশ কাউন্সিলের 75 বছর । দেবাঞ্জন চক্রবর্তী বলেন, "গত বছর আমরা ভারতের স্বাধীনতার 75 বছর বিভিন্নভাবে উদযাপন করেছিলাম । এইবারে আমরা ব্রিটিশ কাউন্সিলের 75 বছর উদযাপন করব । বইমেলা একটা বড় উৎসব, তাই কলকাতায় আমরা আমাদের 75 বছরের বেশ কিছু অনুষ্ঠান রাখব ।"

প্রসঙ্গত, 46তম কলকাতা বইমেলায় বইপ্রেমীদের ভিড় হয়েছিল 26 লক্ষ । কেনাকাটাও হয়েছিল প্রায় 25 কোটি । এ বারে প্রতিবারের মতোই বাইরের বহু দেশ বইমেলায় অংশ নিচ্ছে ৷ থাকছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া-সহ বেশ কয়েকটি দেশ ৷ এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, তামিলনাড়ু, গুজরাত, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কেরল ও ওড়িশা ৷ থাকবে ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও ।

আরও পড়ুন:

  1. স্বাক্ষরিত মউ! পঁচিশে মাদ্রিদ বইমেলার থিম কান্ট্রি ভারত
  2. ঢাকার পর প্রিয় শহর কলকাতা, বইমেলায় খোলামেলা আড্ডায় বাংলাদেশের সাহিত্যিক সাদাত হোসাইন
  3. সার্থক বাঙালির বই প্রেম, বইমেলায় 25 কোটির রেকর্ড বিক্রি
Last Updated : Nov 28, 2023, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details