পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী বছর বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ - ঘোষণা হল আগামী বছরের বইমেলার 'থিম কান্ট্রি' ।

আজ আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিনে ঘোষণা হল আগামী বছরের বইমেলার "থিম কান্ট্রি" ।

kolkata
কলকাতা বইমেলা

By

Published : Feb 9, 2020, 11:47 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : ঘোষণা হল আগামী বছরের বইমেলার "থিম কান্ট্রি" । শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ 2020 আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিনে এই ঘোষণা করা হয় । আগামী বছর বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে । অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দুই ছাত্র ।

এ'বছর বইমেলায় 25 লাখ মানুষ এসেছিল । গিল্ডের পক্ষ থেকে একথা জানানো হয়েছে । 23 কোটি টাকার বই বিক্রি হয়েছে । গতবারের তুলনায় দু'কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে । ডিজিটাল যুগেও বই বিক্রির পরিমাণ বাড়ায় খুশি গিল্ড ।

গিল্ডের তরফে ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ডিজিটাল মিডিয়া বইয়ের বিক্রিতে কোনও বাধা নয় বরং তা বই বিক্রিতে সহযোগিতাই করেছে । বইমেলা আগামী বছরও সল্টলেকেই হতে চলেছে ।

অন্যদিকে আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশ্ব হিন্দু পরিষদ স্টলের সামনে আজ দুই বামপন্থী ছাত্র ব্যানার নিয়ে ছবি তুলছিলেন । তাঁদের ব্যানারে লেখা ছিল, "উই অপোজ় CAA" । হাতে ছিল জাতীয় পতাকাও । এই সময় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা তাঁদের বাধা দেন । ওই ছাত্রদের হাত থেকে ব্যানারটি কেড়ে নেওয়া হয় । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ABOUT THE AUTHOR

...view details