সল্টলেক, 4 ফেব্রুয়ারি: অফিসের আভ্যন্তরীণ সমস্যার জেরেই কি মানসিক অবসাদে ভুগছিলেন আইটি সংস্থার ঐশ্বর্য শর্মা ? গতকালের সল্টলেকের ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার একটি অফিসের বহুতলের নীচে এক যুবতীর রক্তক্ত দেহ উদ্ধার হয় (Internal problems in office lead to IT professionals Premature Death) ৷ সেই ঘটনার তদন্তে নেমে এমনই তথ্য জানতে পারছেন তদন্তাকারীরা ৷ তবে, কী বিষয়ে অফিসে সমস্যা চলছিল তা এখনও অজানা পুলিশের ৷ এ নিয়ে ঐশ্বর্য শর্মার অফিস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার তদন্তকারী আধিকারিকরা ৷
ইতিমধ্যেই, মৃত ঐশ্বর্য শর্মার পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ ৷ তাঁরা শিলচরের বাড়ি থেকে কলকাতা এসে পৌঁছেছে ৷ পুলিশ সূত্রের খবর, অফিসে যে সমস্যা চলছিল, তা পরিবারের সদস্য়দের জানিয়েছিলেন ঐশ্বর্য ৷ তবে, ঠিক কী সমস্যা তা পরিবারের কেউ জানতে না ৷ ইতিমধ্যেই ঐশ্বর্য শর্মার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ তাঁর ই-মেল খতিয়ে দেখা হচ্ছে ৷ সেখান থেকে অফিসের সমস্যা সম্পর্কে কিছু জানা যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ তবে, এই ঘটনায় ঐশ্বর্য শর্মার অফিস কর্তৃপক্ষের সঙ্গে কোনও কথা হয়নি পুলিশের ৷