পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CCTV Surveillance in JU: যাদবপুরে সিসিটিভির ভবিষ্যৎ কর্ম সমিতির সিদ্ধান্তের হাতে, জানালেন নয়া উপাচার্য - যাদবপুর বিশ্ববিদ্যালয়

Interim Vice-Chancellor Buddhadeb Sau: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি নজরদারির আওতায় আসবে কি না তা নিয়ে টালবাহানা চলছে ৷ এবার এ নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ ৷ কর্ম সমিতির বৈঠকে সিদ্ধান্তের উপর সিসিটিভির ভবিষ্যত নির্ভর করছে বলে তিনি জানান ৷

Interim Vice-Chancellor Buddhadeb Sau
অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 4:25 PM IST

সিসিটিভি নিয়ে বললেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ

কলকাতা, 23 অগস্ট: যাদবপুরে সিসিটিভি বসানো হবে কি না তা নির্ভর করছে কর্ম সমিতির বৈঠকে সিদ্ধান্তের উপর ৷ এমনটাই বুধবার জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ ৷ তিনি বলেন, "সিসিটিভির সার্বিক পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত হবে কর্ম সমিতির বৈঠকেই । দ্রুত ডাকা হবে এই বৈঠক ।"

প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয় । সেই আঁচ পড়েছে রাজ্য রাজনীতিতে । ঘটনার পর থেকেই সিসিটিভি বসানো নিয়ে জোড়াল দাবি উঠছিল নানামহল থেকেই । এমনকী ইউজিসির তরফেও এ বিষয়ে চাপ দেওয়া হচ্ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে । তবে ঘটনার পর এতগুলি দিন গড়িয়ে গেলেও সিসিটিভি লাগানো নিয়ে চলছে টালবাহানা ৷

এ দিন সিসিটিভির বিষয়ে নয়া উপাচার্য বলেন, "গণতান্ত্রিক উপায় সিদ্ধান্ত নেওয়া হবে । কিছু জায়গায় টুকটাক সিসিটিভি বসানোর কাজ করা হয়েছে ৷ তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সিসিটিভি লাগানোর বিষয় কর্ম সমিতির বৈঠকে সিদ্ধান্ত হবে । ইউজিসি গাইড লাইন আছে । কিন্তু কর্ম সমিতি তার বক্তব্য বললে তাতে সমস্যা কথায়? এর জন্য কর্ম সমিতি বৈঠক দ্রুত ডাকা হবে ।"

তিনি জানান, শুধু সিসিটিভি নয়, বেশ কিছু জায়গায় হিউম্যান সার্ভিলেন্স প্রয়োজন ৷ সেটাও দেখতে হবে । তাঁর কথায়, বিশ্ববিদ্যালয় আরও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলবে ৷ তাদের মতামত নেওয়া হবে । কোনও কোনও জায়গায় আর এফআইডি প্রযুক্তি ব্যবহার করা দরকার কি না, সেটাও আলোচনা হবে । বুদ্ধদেব সাউ বলেন, "যত দ্রুত সম্ভব সবটাই করব । স্ট্র্যাটেজিক পয়েন্টে যে রিকোয়ার্মেন্ট রয়েছে সেটা মূল্যায়ন করতে হবে । আগে সিসিটিভির যে পরিকল্পনা ছিল সেই কাগজপত্র দেখব ।"

আরও পড়ুন:অ্যান্টি র‍্যাগিংয়ের স্কোয়াড তৈরির কথা ভাবছে যাদবপুর, বৈঠকে নয়া উপাচার্য

ছাত্রের মৃত্যুর পর থেকেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলছে বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ । সেই বিক্ষোভ আন্দোলনে ক্যাম্পাসের ভিতর রাস্তায় চোখ এঁকে সিসিটিভির বিরুদ্ধে বিক্ষোভও দেখায় অনেক ছাত্রছাত্রী । তবে তদন্ত ও আন্দোলন নিজের গতিতে এগোলেও সিসিটিভি বসানো যে রাতারাতি হচ্ছে না সেটা এক প্রকার স্পষ্ট করে দিলেন এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ ।

ABOUT THE AUTHOR

...view details