কলকাতা 26 মার্চ : করোনা মহামারি পরিস্থিতি স্বাভাবিক হয়নি বরং নতুন করে আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতের অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়ানো হলো 30 এপ্রিল পর্যন্ত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণাণ, বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি আই পি মুখোপাধ্য়ায়, বিচারপতি হরিশ টেন্ডন ও বিচারপতি সুব্রত তালুকদারের বিশেষ বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছেন। তবে এই নির্দেশের ফলে মামলাকারী কোন পক্ষ যদি মনে করেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা সমস্যায় পড়ছেন তাহলে তিনি আদালতে আবেদন করতে পারবেন। রাজ্যের সমস্ত ট্রাইব্যুনালের ক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য।
সূত্রের খবর কলকাতা হাইকোর্টের একাধিক অফিসার ও কর্মী করোনা আক্রান্ত। পাশাপাশি গোটা রাজ্যের করোনা পরিস্থিতি এই মুহূর্তে উদ্বেগজনক। এই সমস্ত দিক মাথায় রেখে কলকাতা হাইকোর্ট আগামী সপ্তাহে তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টের কোভিড কমিটি।