পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিযায়ী শ্রমিকদের রাসায়নিক মিশ্রিত জলে স্নান, যোগীর শাস্তির দাবিতে সরব বিশিষ্টরা - Intellectual reaction on Jogi adityanath

কোরোনা রুখতে ভিন রাজ্যের শ্রমিকদের রাস্তায় বসিয়ে রাসায়নিক মিশ্রিত জীবাণুনাশক স্প্রে দিয়ে স্নান করানো হবে ৷ এমনটাই করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে যোগী আদিত্যনাথের এই অমানবিক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ তুললেন বাংলার বুদ্ধিজীবিরা ।

Intellectual reaction on Jogi adityanath
উত্তরপ্রদেশে শ্রমিকদের রাসায়নিক মিশ্রিত জলে স্নান করানোর বিরুদ্ধে সরব হলেন বাংলার বুদ্ধিজীবিরা

By

Published : Mar 31, 2020, 10:48 PM IST

কলকাতা, 31 মার্চ : কোরোনা ভাইরাস সংক্রমণ নিয়ে সন্ত্রস্ত গোটা দেশ ৷ রাস্তায় রাস্তায় চলছে স্যানিটাইজ়েশনের কাজ ৷ কোরোনা রুখতে ভিন রাজ্যের শ্রমিকদের রাস্তায় বসিয়ে রাসায়নিক মিশ্রিত জীবাণুনাশক স্প্রে দিয়ে স্নান ৷ এমনই হল যোগী আদিত্যনাথ শাসিত রাজ্যে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে যোগী আদিত্যনাথের এই অমানবিক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ তুললেন বাংলার বুদ্ধিজীবিরা ।

উত্তরপ্রদেশের এই অমানবিক দৃশ্য দেখে স্তম্ভিত দেশ । শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । অভিযোগ, ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের ও তাঁদের ছোটো ছোটো বাচ্চাদের রাস্তায় বসিয়ে জীবাণুনাশক রাসায়নিক মিশ্রিত জল স্প্রে করিয়ে স্নান করানো হয় । গোটা বিষয়টি নিয়ে গতকাল থেকেই হইচই শুরু হয় । এই ঘটনার বিরুদ্ধে নিন্দায় সরব হয় বিভিন্ন মহল । যোগী আদিত্যনাথের কড়া সমালোচনায় সরব হন বাংলার বুদ্ধিজীবিরা ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানান বাংলার বিশিষ্টরা ৷ তাঁদের মধ্যে রয়েছেন প্রতুল মুখোপাধ্যায়, বিশ্বনাথ চক্রবর্তী, পূর্ণেন্দু বসু, কল্যাণ রুদ্র, অশোকেন্দু সেনগুপ্ত, অভীক মজুমদার, দীপঙ্কর দে, কাবেরী গোস্বামী, অনন্যা চক্রবর্তী-সহ অন্যান্যরা । প্রধানমন্ত্রীর কাছে বিশিষ্টদের আবেদন, "খবর শুনে আমরা স্তম্ভিত এবং উদ্বিগ্ন । উত্তরপ্রদেশ সরকার কর্মীদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে । আমরা মনে করি আসল দোষী ও এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকারী একমাত্র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । প্রধানমন্ত্রীর কাছে আবেদন, বিপদের সময় এমন দায়িত্বজ্ঞানহীন, বেপরোয়া এবং মানুষের পক্ষে ক্ষতিকারক কাজের দায়ে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ৷ "

ABOUT THE AUTHOR

...view details