পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor Anand Bose: সমান্তরালের পরিবর্তে সুরক্ষিত সরকার প্রয়োজন, মুখ্যমন্ত্রীর পালটা দিলেন রাজ্যপাল - মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই

রাজ্য-রাজভবন দ্বৈরথ চরমে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা এদিনই যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল, তাও যথেষ্ট ইঙ্গিতবাহী এবং একই সঙ্গে নজিরবিহীনও বটে বলছে ওয়াকিবহল মহল ৷ সমান্তরাল নয়, সুরক্ষিত সরকার দরকার মুখ্যমন্ত্রীর মন্তব্যের পালটা জবাব রাজ্যপালের ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রীর পালটা দিলেন রাজ্যপাল

By

Published : Jun 23, 2023, 9:13 PM IST

Updated : Jun 23, 2023, 11:06 PM IST

কলকাতা, 23 জুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার পালটা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ পটনার বিরোধী জোটের বৈঠক শেষে নজির বিহীনভাবে রাজ্যপালের প্রসঙ্গ টেনে রাজভবনের ভূমিকার কড়া সমালোচনা শোনা গিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীর গলায় ৷ এবার শুক্রবার সন্ধ্যায় কার্যত তারই উত্তর দিলেন খোদ রাজ্যপাল আনন্দ বোস ৷ আর তাঁর মন্তব্যের সরলিকরণ করলে দাঁড়াচ্ছে, রাজ্যে এই মুহূর্তে যে সরকার আছে, তাতে রাজ্যের মানুষ সুরক্ষিত আছে তা মনে করছেন না রাজ্যপাল ৷ আর রাজ্যপালের এই বক্তব্য থেকে আরও একবার স্পষ্ট হয়ে গেল, যে নবান্ন-রাজভবন সংঘাতের আবহ এত দ্রুত স্তিমিত হচ্ছে না ৷

পাখির চোখ 2024 সালের লোকসভা নির্বাচন। পটনায় এদিন 17টি অবিজেপি বিরোধী দল সেই লক্ষ্যে বৈঠকে বসে। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো ঝাঁঝালো সুরে সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করেন মমতা। রাজভবনের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করতে দেখা গেল মুখমন্ত্রীকে। তিনি বলেন, "কেন্দ্র রাজভবনের মাধ্যমে রাজ্যে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছে।" আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য থেকেই একরকম সাফ হয়ে যায়, রাজভবনের সঙ্গে রাজ্যের শাসকদলের যে টানাপোড়েন শুরু হয়েছিল, তা জিইয়ে রাখতেই তারা চাইছেন ৷

অন্যদিকে, এদিনই পালটা যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল, তাও যথেষ্ট ইঙ্গিতবাহী এবং একই সঙ্গে নজিরবিহীনও বটে ৷ এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্যের পালটা রাজ্যপাল বলেন, "বাংলায় একটাই সরকার আছে ৷" এখানেই শেষ নয়, মমতার মন্তব্যের পালটা দিতে গিয়ে এদিন বাংলায় রাজনৈতিক প্রেক্ষাপটের কথাও তুলে ধরলেন রাজ্যপাল। তিনি বলেন, "বর্তমানে আমাদের সমান্তরাল নয়, একটা সুরক্ষিত সরকার প্রয়োজন।" স্বাভাবিকভাবেই, প্রশ্ন উঠছে, তবে কী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সুরক্ষিত সরকার বলে মনে করছেন না রাজ্যপাল? এই প্রশ্নের অবশ্য কোনও উত্তর এদিন দেননি তিনি।

আরও পড়ুন:সমান্তরাল সরকার চালাচ্ছে রাজভবন, বিরোধী বৈঠকেও ক্ষোভ উগরে দিলেন মমতা

বর্তমানে রাজ্য-রাজ্যপাল সংঘাত ঘিরে ক্রমেই বাড়ছে রাজনৈতিক জটিলতা। শিক্ষা থেকে নির্বাচন সবেতেই রাজ্যপাল বনাম রাজ্য সরকারের একটা দ্বৈরথ প্রকাশ্যে চলে আসছে ৷ রাজ্য নির্বাচন কমিশনের বিষয়েও সেই এক ছবি তাৎপর্যপূর্ণ। পটনায় যাওয়ার আগেই বিমানবন্দরে দাঁড়িয়েও মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের এক্তিয়ার নিয়েও সমালোচনা করেছিলেন তিনি। তবে শুধু এই ক্ষেত্রেই নয়, পশ্চিমবঙ্গ দিবস পালনের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপালের পদ যাতে 'পদ্মপাল' না হয়ে যায় সেই বিষয়েও মুখ খোলেন তিনি। এবার সেই আবহেই বিজেপির সঙ্গে রাজ্যপালের সম্পর্ক টেনে নিশানা করতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে। তবে এক্ষেত্রেও চুপ থাকলেন না রাজ্যপালও ৷

Last Updated : Jun 23, 2023, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details