কলকাতা, 9 সেপ্টেম্বর: ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের মহাকরণ স্টেশনে শুরু হয়েছে এএফসি-পিসি গেট (AFC-PC) বসানোর প্রক্রিয়া ৷ তাই অনুমান করা যাচ্ছে, স্টেশন চালু হতে অপেক্ষা আর মাত্র কিছু দিনের ৷ তারপরে মহাকরণ স্টেশনে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে ৷ এদিকে, প্রায় শেষের মুখে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ ৷ এই বছরের শেষের দিকেই চালু হয়ে যাবে ওই অংশের যাত্রী পরিষেবাও ৷ তবে বউবাজারের দিকের মেট্রোর কাজ এখনও বাকি রয়েছে ৷ তাই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করা যাচ্ছে না ৷
মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই অংশে কাজ 2024 সালের মধ্যে শেষ হয়ে যাবে ৷ অর্থাৎ যেভাবে কাজ এগোচ্ছে, তাতে আগামী বছর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হতে পারে ৷ এই লক্ষ্য সামনে রেখে মেট্রো রেল কর্তৃপক্ষ পুরোদমে কাজ চালাচ্ছে ৷ মহাকরণ মেট্রো স্টেশনের ক্ষেত্রে একদিকে যাত্রী সুরক্ষার দিকে নজর রাখা হচ্ছে ৷
অন্যদিকে, যাত্রী স্বাচ্ছন্দ্যের সব খুঁটিনাটিও খতিয়ে দেখা হচ্ছে ৷ মহাকরণ মেট্রো স্টেশনে অটোমেটিক ফেয়ার কালেকশন অ্যান্ড প্যাসেঞ্জার কন্ট্রোল সিস্টেম বা এএফসি-পিসি (AFC-PC) গেট বসানো চলছে ৷ মোট 18টি এএফসি-পিসি (AFC-PC) গেট বসানো হচ্ছে ৷ এর মধ্যে 10টি গেট দ্বিমুখী হবে ৷ অর্থাৎ ওই গেটগুলি দিয়ে প্রবেশ এবং বাইরে বেরনো- দুই ব্যবস্থা থাকবে ৷