পশ্চিমবঙ্গ

west bengal

আমফানে ময়দানের উপড়ে পড়া গাছ বাঁচাতে নাগরিকদের উদ্যোগ

By

Published : Jun 11, 2020, 7:05 AM IST

ময়দানের উপড়ে পড়া গাছগুলিকে বাঁচানোর চেষ্টায় নেমেছেন শহরের বেশ কিছু সচেতন ও সহৃদয় নাগরিক ৷ নিজেদের উদ্যোগে ক্রেন ভাড়া করে গাছগুলিকে পুর্নরুদ্ধার করার চেষ্টা করছেন তারা ৷

এবার ময়দানে আমফানে উপড়ে পড়া গাছ বাঁচাতে নাগরিকদের উদ্যোগ
এবার ময়দানে আমফানে উপড়ে পড়া গাছ বাঁচাতে নাগরিকদের উদ্যোগ

কলকাতা, 11 জুন: বিধ্বংসী আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে সবুজ ময়দান ৷ উপড়ে পড়েছে বহু গাছ ৷ সেই গাছগুলিকে পরিচর্যার মাধ্যমে আবার বাঁচিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন বেশ কিছু সচেতন ও সহৃদয় নাগরিক ।

আমফান পরবর্তী কলকাতা শহরের ইতিউতি দেখা যাবে মূল সমেত মুখ থুবড়ে পড়ে থাকা বহু গাছ । কলকাতা পৌরনিগমের বড় বড় ক্রেন ও বুলডোজার দিয়ে গাছগুলিকে বিভিন্ন রাস্তা থেকে সরাবার কাজ চলছে । আয়লা ঝড়ের সময়ও ময়দান ও তার সংলগ্ন এলাকায় পড়ে গেছিল বহু গাছ । সেগুলিকে পুনর্নির্মাণ করা হয়েছিল । তবে এবার উপরে পড়া গাছের সংখ্যা অনেক বেশি । কলকাতার ফুসফুস ময়দানে আমফানের দাপটে উপড়ে গেছে ছোটো-বড় বহু গাছ । শুধু তাই নয় সারা রাজ্য জুড়ে ভেঙে উপড়ে গেছে অসংখ্য গাছ । নষ্ট হয়েছে ফসলি জমি ও খেত । তাই কিছু সচেতন ও প্রকৃতিপ্রেমী নাগরিক গাছগুলিকে পুনরায় বাঁচিয়ে তোলার লড়াই চালাচ্ছেন । তবে খুব দ্রুত কাজ শেষ করতে না পারলে বাঁচানো যাবে না একটি গাছও । বেশিদিন রোদে পুড়ে থাকলে গাছগুলি শুকিয়ে যেতে পারে বা জলে থেকে পচন ধরতে পারে । তাই ক্ষতিগ্রস্ত ও উপড়ে পড়া গাছগুলিকে প্রথমে পরীক্ষা করে চিহ্নিত করা হচ্ছে । গাছগুলিকে কেটে-ছেঁটে অতিরিক্ত ভার কমিয়ে বিশেষ কিছু কেমিক্যাল দেওয়া হচ্ছে । তারপর ক্রেন ও বুলডোজারের সাহায্যে সেগুলিকে ধীরে ধীরে খাড়া করে দড়ি দিয়ে সোজা করা হচ্ছে । শিকড় সমতে উপড়ে পড়া গাছগুলোকে দড়ি ও ক্রেনের সাহায্যে টেনে দাঁড় করানো হয়েছে । গাছের গোড়া পরিচর্যার জন্য সেগুলিকে খনন করে গাছের চারপাশে জায়গা করে দেওয়া হয়েছে ।

ময়দানে আমফানে উপড়ে পড়া গাছ

এই বিষয়ে শহরের এক বাসিন্দা অজয় মিত্তাল বলেন, "গাছ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানতে পারি, যে গাছগুলির শিকড়ে এখনও জল রয়েছে সেগুলিকে খুব দ্রুত দাঁড় করাতে হবে ৷ না হলে গাছগুলিকে নাও বাঁচানো যেতে পারে । নতুন গাছ লাগানোর তুলনায় একটি পুরানো গাছকে যদি আবার বাঁচিয়ে তোলা যায় তাহলে সেটা প্রাকৃতিক সমন্বয় বজায় রাখার ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী।" তিনি আরও বলেন, "এর আগে আমরা লেডিস পার্কে আমফান ঝড়ে পড়ে যাওয়া 7টি গাছ বাঁচিয়ে তুলেছি । ময়দান অঞ্চলেও 17টি গাছ এভাবে বাঁচিয়েছি । আরও 60টি গাছ বাঁচানোর প্রক্রিয়া চলছে ৷ " নিজেদের উদ্যোগে ক্রেন ও অন্যান্য সরঞ্জাম ভাড়া করে নিজেরাই ময়দানের গাছ পুনরুদ্ধারের কাজ চালাচ্ছেন ।

ABOUT THE AUTHOR

...view details