পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSC Teacher Recruitment Corruption Case : নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের - indications of corruption in teacher recruitment high court orders CBI probe again

নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগেও উঠল দুর্নীতির অভিযোগ (2016 Teacher Recruitment Corruption) ৷ এই মামলায় নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গােপাধ্য়ায়।

Teacher Recruitment Corruption
নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতির ইঙ্গিত

By

Published : Apr 7, 2022, 3:02 PM IST

কলকাতা 7 এপ্রিল:2016 সালের নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগেও বড়সড় দুর্নীতির অভিযােগ উঠেছিল । সেই কারণে এই মামলায় নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গােপাধ্য়ায় (2016 Teacher Recruitment Corruption)। এই মামলাকে আগের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত লক্ষ্মী তুঙ্গার মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

অনিন্দতা বেরা নামে এক চাকরি প্রার্থীর মামলার পরিপ্রক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা আগেই জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে এই নিয়োগ নিয়ে কোনও বৈঠক করা সম্ভব হয়নি ৷ কিন্তু শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলার হলফনামায় দেখা যাচ্ছে, নিয়োগ কমিটি অন্তত দুই বা তার বেশি মিটিং করেছিল। শান্তিপ্রসাদ সিনহা আদালতে সাক্ষী দিতে গিয়ে আদালতকে বিভ্রান্ত করেছেন বলে উল্লেখ করেন বিচারপতি। তখন রাজ্য সরকারের তরফে আইনজীবী জানান, বৈঠক হয়েছে কিনা তা জানতে তদন্তভার রাজ্যের উপরেই দাওয়া হোক ৷ আর যদি কোনও বৈঠক হয়েও থাকে তা শিক্ষামন্ত্রীর আপ্তসহায়কের চেম্বারে হয়েছিল ৷ সেখানে শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন না ৷

আরও পড়ুন : SSC Recruitment Case : এসএসসি মামলায় ফের শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা
লক্ষ্মী তুঙ্গা মামলাতেও এই শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করছে সিবিআই। এবার শিক্ষক নিয়োগ মামলায় তাঁকে জেরা করার নির্দেশ দিল হাইকোর্ট । এই মামলায় যদি প্রভাবশালীদের যোগ পাওয়া যায় তাহলে তাঁদেরও সিবিআই জেরা করতে পারে। তার জন্য নতুন করে থানায় এফআইআর করবে। শান্তিপ্রসাদ সিনহা-সহ কমিটির বাকিদের নতুন করে জেরা করবে সিবিআই, এমনই নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। আগামিকাল আদালতের নির্দেশ মত সিবিআইকে এফআইআর দায়ের, তলব এবং জেরা সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট দিতে হবে। স্কুল সার্ভিস কমিশনের ছ'তলা বাড়িতে কেন মন্ত্রীর সচিবের চেম্বারে হয়, তা নিয়ে বিস্মিত হাইকোর্ট।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের কর্মী নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু এক এক সময় একেক রকম উত্তর দেওয়ায় কিছুদিন আগে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details