পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Indian Post Office: ডাকে 'রসগোল্লা'র বিদেশ পাড়ি, দূরদূরান্তে প্রিয়জনের কাছে পৌঁছে যাবে পছন্দের খাবার-সামগ্রী - Indian Post West Bengal Circle

দেশের বাইরে প্রিয়জনকে রসগোল্লা পাঠানোর দায়িত্ব নিচ্ছে ভারতীয় ডাকঘর ৷ এই অসাধ্য সাধনে নামছে ভারতীয় ডাকঘরের ওয়েস্টবেঙ্গল সার্কেল ৷ তবে এর প্যাকেজিংয়ের দ্বায়িত্ব নিতে হবে প্রেরককেই ৷

ETV Bharat
ভারতীয় ডাকঘরের মাধ্যমে রসগোল্লা পৌঁছে যাবে বিদেশে

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 8:34 AM IST

কলকাতা, 10 অক্টোবর: দুর্গাপুজোর আগে প্রবাসী বাঙালিদের জন্য সুখবর ৷ বিদেশে বসেই বাংলায় তৈরি রসগোল্লার স্বাদ নিতে পারবেন তাঁরা ৷ অর্থাৎ দেশের বাইরে থাকলেও কলকাতার রসগোল্লা খাওয়ার সুযোগ পাওয়া যাবে ৷ স্বাদে, গন্ধে, কোনও নড়চড় হবে না ৷ এবার কলকাতায় কিংবা বাংলার যে কোনও প্রান্তে তৈরি রসগোল্লা বিদেশে পাঠানো যাবে ৷ সেতুবন্ধনের কাজ করবে ভারতীয় ডাকঘর ৷

সূত্রের দাবি, এক সপ্তাহের মধ্যে আমেরিকা, লন্ডন, জার্মানি কিংবা অন্যান্য দেশগুলিতে রসগোল্লা পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেল ৷ তবে খরচ সামান্যই ৷ যা অন্য যে কোনও বেসরকারি কুরিয়ার সার্ভিসের থেকে অনেক নিরাপদ এবং খরচও তুলনায় কম ৷

ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মেইল এবং বিডি বিভাগের পোস্টমাস্টার জেনারেল অনিল কুমার বলেন, "বিদেশে বসেই বাংলার রসগোল্লার স্বাদ নিতে পারবেন প্রবাসী বাঙালিরা ৷ বিদেশে যে কোনও নিকটাত্মীয় বা প্রিয়জনকে কেউ রসগোল্লা পাঠাতে চাইলে ভারতীয় ডাক বিভাগ তা দায়িত্ব নিয়ে পৌঁছে দেবে ৷ অন্য যেকোন বেসরকারি কুরিয়ার সার্ভিসের তুলনায় কম খরচে এবং নিরাপদে ৷ ডাকঘর নিরায়েত কেন্দ্র বা ডিএনকে-র মাধ্যমে এই রসগোল্লা পৌঁছে যাবে ৷ সাধারণত, পার্সোনাল ক্ষেত্রে প্যাকেজিংয়ের দায়িত্ব ডাক বিভাগ নিয়ে থাকে ৷ কিন্তু, রসগোল্লার রসের কারণে ভ্যাকুয়াম প্যাকেজিংয়ের প্রয়োজন ৷ যেটা প্রেরককেই দায়িত্ব নিয়ে করে দিতে হবে ৷ বাকি দায়িত্ব ডাক বিভাগের ৷"

আরও পড়ুন: খাদি কাপড়ের প্যাকিং অতীত, আধুনিক পার্সেল প্যাকেজিং শুরু ভারতীয় ডাক বিভাগে

ডাকবিভাগ সূত্রে আরও খবর, রসগোল্লা ছাড়া প্রবাসী ধর্মপ্রাণ ভারতীয়রাও ধর্মীয় নানা উপকরণ এ দেশ থেকে পেতে পারেন ডাক মারফত ৷ গোমূত্র থেকে গঙ্গাজল, গঙ্গাসাগরের জল, কিংবা গরুর গোবরের তৈরি ঘুটেও বিদেশে পাঠানো যাবে ভারতীয় ডাকের মাধ্যমে ৷ কিংবা মায়ের হাতে নারকেলের নাড়ু বা মেছো বাঙালির প্রিয় মাছও দেশ থেকে বিদেশ বিভাগে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছে দেশের ডাকঘর ৷

ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মেইল এবং বিডি বিভাগের পোস্টমাস্টার জেনারেল অনিল কুমার জানান, চলতি বছরের শুরুতেই এই পরিষেবা শুরু হয়েছে ভারতীয় ডাক বিভাগে ৷ আমেরিকা, ব্রিটেন, নরওয়ে, কিংবা বাংলাদেশে চা, চাল, হিরে, মুক্ত-সহ নানা খাদ্যসামগ্রী এবং উপকরণ নির্ঝঞ্ঝাটে পৌঁছে দেওয়া হচ্ছে ৷

বর্তমানে কলকাতার জিপিও, পার্ক স্ট্রিট হেডকোয়ার্টার, বারুইপুর, ব্যারাকপুর, শ্রীরামপুর, হাওড়া, বহরমপুর-সহ ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের 30টি জায়গা থেকে এই পরিষেবা দেওয়া হচ্ছে ৷ এর বিস্তৃতি ঘটাতে 50টি পোস্ট অফিসে এই পরিষেবার সুযোগ মিলবে ৷

আরও পড়ুন: বিপুল আয় বৃদ্ধি, দুয়ারে পরিষেবা দিতে 'জাতীয় ডাক সপ্তাহ' পালন পশ্চিমবঙ্গ সার্কেলের

ABOUT THE AUTHOR

...view details