পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja 2023: দুর্গাপুজোয় 'কুমোরটুলি' নিয়ে খাম প্রকাশ ডাক বিভাগের - খাম প্রকাশ ডাক বিভাগের

কুমোরটুলির শিল্পী ও তাদের কারুকাজ দেশ-বিদেশে পরিচিত ৷ এই সমস্ত শিল্পীদের সন্মন জানাতেই এবার বিশেষ খাম (ফিলাটেলিক কভার) প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ ৷

Kumartuli in Envelop
'কুমোরটুলি' নিয়ে খাম প্রকাশ ডাক বিভাগের

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 11:01 PM IST

'কুমোরটুলি' নিয়ে খাম প্রকাশ ডাক বিভাগের

কলকাতা, 19 অক্টোবর:পুজো আর কুমোরটুলি ওতোপ্রতোভাবে জড়িত ৷ সেখানকার শিল্পীদের ও তাদের কারুকাজ দেশ-বিদেশে পরিচিত ৷ এই সমস্ত শিল্পীদের সন্মন জানাতেই এবার বিশেষ খাম (ফিলাটেলিক কভার) প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ ৷ এই কভারের মাধ্যমে প্রিয়জনের কাছে মনে কথা তো বটেই গুরুত্বপূর্ণ, নথি উপহার পাঠাতে পারেন যে কেউ । নিকটবর্তী পোস্ট অফিস থেকে কভার (খাম) সংগ্রহ করা যাবে । এই খামের দু’পাশে আছে দুর্গা প্রতিমার ছবি । বাংলা, হিন্দি ও ইংরাজি মিলিয়ে মোট তিনটি ভাষায় 'কুমোরটুলি' ঐতিহ্য-ইতিহাস অল্প কথায় লেখা রয়েছে এই খামে ।

বৃহস্পতিবার কলকাতা জিপিও-র ডাক বিভাগের কলকাতা রিজিওয়নের পিজিএম সঞ্জীব রঞ্জন এই খামের আনুষ্ঠানিক প্রকাশ করেছেন । এই অনুষ্ঠানের পর তিনি বলেন, "ডাক বিভাগ সর্বদা ইভেন্ট, উৎসব, সংস্কৃতি এবং সামাজিক ঐতিহ্যকে স্মরণ করে ডাকটিকিট এবং বিশেষত ফিলাটেলিক কভার প্রকাশ করে । 'কুমোরটুলি' দুর্গাপুজোয় অন্যতম প্রধান ভূমিকা পালন করে । ডাক বিভাগের কলকাতা রিজিয়ন দুর্গাপুজো আয়োজনে 'কুমোরটুলি'-এর অবদানকে স্মরণ করে স্পেশাল খাম প্রকাশ করেছে ।" তিনি আরও জানান, দুর্গাপুজোর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের পিক্টোরিয়াল ক্যান্সেলেশন উদ্বোধন করা হয়েছে । বাঙালি তো বটেই বাংলার ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে রবি ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সম্মান দেওয়া হয়েছে । এই কাজ করার জন্য কলকাতার পোস্ট অফিস কর্মীদের তিনি অভিনন্দন জানান। তাঁরা যেভাবে কলকাতার ঐতিহ্যকে তুলে ধরতে দিনরাত পরিশ্রম করছে তা বলার অপেক্ষা রাখে না ৷

আরও পড়ুন:ভারতীয় পোস্ট কার্ডে সহজ পাঠের অ আ ক খ...!

এই বিশেষ কভারের উপর লেখা রয়েছে , "ভেজা মাটি এবং রঙের গন্ধে সমৃদ্ধ কুমোরটুলির আকর্ষণ অতুলনীয় । কুমোরটুলি বিভিন্ন হিন্দু উৎসবে পুজিত প্রতিমা নির্মাণ করে হস্তশিল্পের দ্বারা। বিশেষ করে দুর্গা প্রতিমা । এখন বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিমা রফতানি করে কুমোরটুলি হয়ে উঠেছে সার্বজনীন । কুমোরটুলি নামটি কুমোর থেকে এসেছে । যার অর্থ কুমার সম্প্রদায় এবং টুলি স্থানীয়তা নির্দেশ করে ।"

ABOUT THE AUTHOR

...view details