কলকাতা, 1 ডিসেম্বর : কলকাতার ভারতীয় জাদুঘর সংস্কারের কাজে বিপুল অর্থের দুর্নীতির অভিযোগ (Corruption in Indian Museum's Renovation Work) ৷ আর সেই অভিযোগের ভিত্তিতে এবার সিবিআইকে তদন্তভার দেওয়ার ভাবনাচিন্তা কলকাতা হাইকোর্টের (Calcutta HC Hear Indian Museum Corruption Case) ৷ তবে, সিবিআই এই দুর্নীতির তদন্ত করতে পারবে কিনা তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে জানতে চাইল আদালত ৷ তাই মামলার পরবর্তী শুনানিতে সিবিআইকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷
সম্প্রতি দেশের প্রায় অধিকাংশ জাদুঘরগুলির সংস্কার শুরু করেছে ভারত সরকার ৷ সেই কাজে কেন্দ্র কলকাতার জাদুঘরের জন্য 113 কোটি টাকা তহবিল থেকে দিয়েছে ৷ কিন্তু, সম্প্রতি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের রিপোর্ট বলছে, 113 কোটির মধ্যে 110 কোটি টাকার হিসেবে গরমিল পাওয়া গিয়েছে ৷ যে তথ্য সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে ৷ আর এ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করে বারুইপুরের একটি সংগঠন ৷ সেখানে সিবিআই তদন্তের দাবি করেছে ওই সংগঠনটি ৷
আরও পড়ুন : SSC Group-D Recruitment Case: এসএসসি গ্রুপ-ডি’র বেতন বন্ধের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল