কলকাতা, 5 ডিসেম্বর: টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় তিন বিভাগে সেরা হলেন ভারতীয় দাবাড়ুরা । ছেলেদের ব্লিৎজ আর রাপিড বিভাগের পাশাপাশি মেয়েদের ব্লিৎজে চ্যাম্পিয়ন হয়েছেন এদেশের দাবাড়ুরা । ছেলেদের রাপিডে নেহাল সারিন (6.5 পয়েন্ট) চ্যাম্পিয়ন হয়েছেন অর্জুন এরিগেসিকে (6 পয়েন্ট) পিছনে ফেলে । অর্জুন অবশ্য ব্লিৎজে চ্যাম্পিয়ন হলেন হিকারু নাকামুরার মতো তারকাকে হারিয়ে । মেয়েদের ব্লিৎজে সেরা হলেন বৈশালি রমেশবাবু (Tata Steel Chess Tournament) ।
ভারতের আর এক তারকা দাবাড়ু প্রজ্ঞাননন্দ রমেশবাবুর দিদি বৈশালি (13.5 পয়েন্ট) অনেকটাই পিছনে ফেললেন রানার্স মারিয়া মুজিচুককে (12 পয়েন্ট) । মেয়েদের রাপিড বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে নানা দাগনিদেকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন আনা উসেনিনা । দু'জনেই 6.5 পয়েন্ট পেয়েছিলেন । কলকাতায় এই আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে । বিশ্বের তাবড় দাবাড়ুরা ইতিমধ্যেই নিয়মিত খেলতে আসছেন । বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনও খেলে গিয়েছেন ।