পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tata Steel Chess Tournament: টাটা স্টিলের দাবায় সেরা তিন ভারতীয় - in three division in

তিন বিভাগে সেরা হলেন ভারতীয় দাবাড়ুরা । ছেলেদের ব্লিৎজ আর রাপিড বিভাগের পাশাপাশি মেয়েদের ব্লিৎজেও চ্যাম্পিয়ন হয়েছেন এদেশের দাবাড়ুরা (Tata Steel Chess Tournament) ।

Tata Steel Chess Tournament
টাটা স্টিল দাবা প্রতিযোগিতা

By

Published : Dec 5, 2022, 7:13 AM IST

কলকাতা, 5 ডিসেম্বর: টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় তিন বিভাগে সেরা হলেন ভারতীয় দাবাড়ুরা । ছেলেদের ব্লিৎজ আর রাপিড বিভাগের পাশাপাশি মেয়েদের ব্লিৎজে চ্যাম্পিয়ন হয়েছেন এদেশের দাবাড়ুরা । ছেলেদের রাপিডে নেহাল সারিন (6.5 পয়েন্ট) চ্যাম্পিয়ন হয়েছেন অর্জুন এরিগেসিকে (6 পয়েন্ট) পিছনে ফেলে । অর্জুন অবশ্য ব্লিৎজে চ্যাম্পিয়ন হলেন হিকারু নাকামুরার মতো তারকাকে হারিয়ে । মেয়েদের ব্লিৎজে সেরা হলেন বৈশালি রমেশবাবু (Tata Steel Chess Tournament) ।

ভারতের আর এক তারকা দাবাড়ু প্রজ্ঞাননন্দ রমেশবাবুর দিদি বৈশালি (13.5 পয়েন্ট) অনেকটাই পিছনে ফেললেন রানার্স মারিয়া মুজিচুককে (12 পয়েন্ট) । মেয়েদের রাপিড বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে নানা দাগনিদেকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন আনা উসেনিনা । দু'জনেই 6.5 পয়েন্ট পেয়েছিলেন । কলকাতায় এই আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে । বিশ্বের তাবড় দাবাড়ুরা ইতিমধ্যেই নিয়মিত খেলতে আসছেন । বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনও খেলে গিয়েছেন ।

চলতি বছরের এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বিশ্বনাথন আনন্দও আগে নিয়মিত খেলতেন । এবার প্রতিযোগিতা শুরুর আগে ইটিভি ভারতের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে আনন্দ জানান, তাঁর মতে এই মানের টুর্নামেন্টের আয়োজন দাবার পক্ষে । তাঁর সময়ে বিশ্বের প্রথম একশোয় একজন প্রতিনিধি থাকতেন । এখন সংখ্যাটা বেড়ে ছয় থেকে সাত জনে দাঁড়িয়েছে । যা ভারতে দাবার উন্নতির সাক্ষ্য বহন করে বলে মনে করেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন । তাঁর কথা যে সত্যি তা প্রমাণ করে দিয়েছেন ভারতীয় দাবাড়ুরা।

আরও পড়ুন:দলের প্রতি ডেডিকেশন নেই, বিক্ষুব্ধ নেতাদের ঠুকলেন দাবাড়ু দিব্যেন্দু

ABOUT THE AUTHOR

...view details