পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা চ্যালেঞ্জেও জিতবে ভারত : মমতা - India WILL overcame CORONA challenge

দেশের 74 তম স্বাধীনতা দিবসের প্রাককালে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন," এবার তিরাঙ্গা উত্তোলনের সময় মাস্ক পরেতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে । "

MAMATA
MAMATA

By

Published : Aug 15, 2020, 4:04 AM IST

কলকাতা , 15 অগাস্ট : 1947 এর 15 অগাস্ট ইংরেজদের অপশাসন থেকে স্বাধীন হয়েছিল ভারত । 73 বছর পর আবার এক কঠিন চ্যালেঞ্জের সামনে গোটা দেশ ,এবার লড়াই মারণ ভাইরাস কোরোনার বিরুদ্ধে । পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেছেন ,অতীতে অনেক চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা ভারত কোভিড - 19 প্যান্ডেমিকের বিরুদ্ধেও জয়ী হবে।

দেশের 74 তম স্বাধীনতা দিবসের প্রাককালে টুইটে তিনি বলেছেন," এবার তিরাঙ্গা উত্তোলনের সময় মাস্ক পরেতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে । "

" প্রতি বছর আমরা মধ্যরাতে তিরাঙ্গা উত্তোলন করে আমরা স্বাধীনতা দিবস পালন করি । এই বছরেও আমরা স্বাধীনতা দিবস পালন করব , তবে সাবধানতা অবলম্বন করতে হবে । অতীতে অনেক চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছে ভারত, এই চ্যালেঞ্জও কাটিয়ে উঠবে । জয় হিন্দ। বন্দে মাতরম, " টুইটে বলেন মুখ্যমন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details