কলকাতা, 8 অক্টোবর: বিগত সময়ে বারংবার আলটপকা মন্তব্যের জন্য দলের কাছে সমালোচিত হয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কিন্তু নয় ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর সেই মদন মিত্রই বক্তা হিসাবে ধরনা মঞ্চে বাড়তি গুরুত্ব পেলেন। রবিবার হিসাব করলে চারদিন ধরে চলছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে ধরনা-অবস্থান। কিন্তু এই চারদিনের ধরনা কর্মসূচিতে বক্তা হিসাবে আগে দেখা যায়নি মদন মিত্রকে।
কিন্তু এদিন জিজ্ঞাসাবাদ এবং তারপর সিবিআইকে কড়া আক্রমণের পর সরাসরি ধরনা মঞ্চে উপস্থিত হলেন মদন মিত্র। এদিন ধরনা মঞ্চে বক্তব্য রাখতে উঠে মদন মিত্র সোজা সাপটা ভাষায় আক্রমণ করেন বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে ৷ স্পষ্ট ভাষায় বারবার বুঝিয়ে দিয়েছেন, কেন্দ্রের অঙ্গুলি হিলনে চলছে তদন্তকারী সংস্থাগুলি। বাংলার রাজনীতিতে সরাসরি পেরে উঠতে না-পেরে সিবিআইকেই ঢাল করছে বিজেপি।
এদিন ধরনা মঞ্চ থেকে কী বলেছেন কামারহাটির বিধায়ক ? এদিন মদন মিত্রকে সক্রিয় ভূমিকায় দেখা যায় ৷ কখনও তাঁর গলায় উঠে এসেছে 'দে দে পাল তুলে দে', আবার কখনও সোলের ডায়লগ 'এ হাত মুঝে দে দে ঠাকুর', তারিফ কুড়িয়েছে ধরনা মঞ্চে উপস্থিত জনতার। মদন বলেন, "টাইগার আভি জিন্দা হ্যায়। আপনাদের অভিষেকের আন্দেলনে ভরসা রাখতে হবে। আমাদের লড়াই চলবে। বিজেপিকে আমরা চিতায় তুলবই।" তিনি আরও বলেন, "কে কী বলল, কান দেবেন না। যতক্ষণ না রাজভবনে আমরা প্রবেশ না করতে পারি, ততক্ষণ এই আন্দোলন চলবে। কোনওভাবেই তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না।"