কলকাতা, 23 নভেম্বর:রাজ্যে ডেঙ্গির (Dengue) প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে, গত কয়েকদিনে সারা রাজ্য জুড়ে বেশ কয়েকজন মারাও গিয়েছে ডেঙ্গিতে । গত 16 নভেম্বর মালদায় এক 13 বছরের ছেলে মারা যায় ডেঙ্গিতে । কলকাতা পৌরনিগম-সহ অন্যান্য পৌরনিগমগুলি ডেঙ্গি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ ৷ রাজ্যের সমস্ত পৌরসভা ও পঞ্চায়েতগুলো ডেঙ্গি মোকাবিলায় সচেষ্ট নয় । হাসপাতালগুলিতে প্লেটলেটের আকাল, রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি এই পরিস্থিতিতে হাইকোর্টের হস্তক্ষেপে একটি মেডিক্যাল কমিশন ও মনিটারিং চেয়ে জনস্বার্থ মামলা করলেন কলকাতার খ্যাতনামা চিকিৎসক সঞ্জীব কুমার মুখোপাধ্যায় (Case filed in the High Court Regarding Dengue) ৷
মামলার আইনজীবী শমীক বাগচী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাইকোর্ট আজ এই মামলা গ্রহণ করেছে এবং আগামী মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।