পশ্চিমবঙ্গ

west bengal

মেয়াদ বাড়ল স্পেশাল পার্সেল ট্রেনের

By

Published : May 3, 2020, 1:13 PM IST

লকডাউনের মেয়াদ 17 মে পর্যন্ত বাড়ানোয় পার্সেল ট্রেনগুলির মেয়াদ 15 মে পর্যন্ত বাড়ানো হল ৷

Increased duration of special parcel train to keep going
বাড়ল স্পেশাল পার্সেল ট্রেনের মেয়াদ

হাওড়া, 3 মে : কোরোনা মোকাবেলায় দেশজুড়ে চলছে লকডাউন । ইতিমধ্যে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে 17 মে পর্যন্ত । পূর্ব রেল সূত্রে খবর যে লকডাউনের মেয়াদ বাড়ার ফলে পার্সেল ট্রেনগুলির মেয়াদ 3 মে থেকে বেড়ে 15 মে পর্যন্ত করা হয়েছে ।

সামাজিক দূরত্ব বজায় রাখতে বন্ধ গণপরিবহন ও ট্রেন পরিষেবা । তবে চলাচল করবে মালবাহী ট্রেন । এই অবস্থায় যাতে বাজারে অত্যাবশ্যক জিনিসপত্রের সরবরাহে কোনও ঘাটতি না হয় তাই চালানো হচ্ছে স্পেশাল পার্সেল এক্সপ্রেস । শাকসবজি, প্রাণদায়ী ওষুধপত্র, খাবার-দাবার, চিকিৎসার বিভিন্ন সরঞ্জামসহ অন্যান্য অত্যাবশ্যক জিনিসপত্র দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল চালাচ্ছে মালবাহী ট্রেন ।

ইতিমধ্যেই, যেসব রুটে পূর্ব রেলের পার্সেল ট্রেন চালানো হয়েছে সেগুলি হল শিয়ালদা-গুয়াহাটি-শিয়ালদা, হাওড়া- গুয়াহাটি-হাওড়া, হাওড়া-জামালপুর-হাওড়া, হাওড়া-নিউ দিল্লি-হাওড়া, শিয়ালদা-নিউদিল্লি-শিয়ালদা, হাওড়া-মুম্বই- CSMT-হাওড়া সহ আরও অন্যান্য ।

পার্সেল ট্রেন চালাবার মেয়াদ বাড়ার ফলে আরও যেসব রুটে পার্সেল ট্রেন চলাচল করবে সেগুলি হল:

শিয়ালদা-গুয়াহাটি-শিয়ালদা পার্সেল এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন-নিউ জলপাইগুড়ি হয়ে যাবে । ট্রেনটি শিয়ালদা থেকে 2, 4, 5, 7, 9, 11, 12 ও 14 মে সন্ধে 7.15 মিনিটে ছাড়বে । ট্রেনটি গৌহাটি থেকে 2,4,6, 7, 9, 11, 13, 14, 16 মে সকাল 9টার সময় ছাড়বে ।

হাওড়া-গুয়াহাটি-হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন- নিউ জলপাইগুড়ি হয়ে যাবে । ট্রেনটি হাওড়া থেকে 3, 6, 8,10,13,15 মে সন্ধ্যে 6.30 মিনিটে ছাড়বে । ট্রেনটি গোহাটি থেকে 3,5,8,10,12,15, 17 সকাল 9টার সময় ছাড়বে ।

হাওড়া-জামালপুর-হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি বর্ধমান বারহারওয়া হাওয়া হয়ে যাবে । এই ট্রেনটি 15 মে অবদি প্রতিদিন বেলা 12টার সময় হাওড়া থেকে ছাড়বে । ট্রেনটি আবার জামালপুর থেকে 16 মে পর্যন্ত প্রতিদিন সকাল 9টার সময় ছাড়বে ।

হাওড়া-নিউদিল্লি-হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি ধানবাদ ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে যাবে । ট্রেনটি হাওড়া থেকে 2,4,5,7,9,11,12,14 মে সকাল 8:15 মিনিটে ছাড়বে । ট্রেনটি দিল্লি থেকে 2,4, 6,7, 9, 11, 13, 14,16 মে বেলা 4.45 মিনিটে ছাড়বে ।

শিয়ালদা-নিউ দিল্লি-শিয়ালদা পার্সেল এক্সপ্রেস ট্রেনটি ধানবাদ ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে যাবে । ট্রেনটি শিয়ালদা থেকে 3,6,8,10,13,15 মে সকাল 7.40 মিনিটে ছাড়বে । ট্রেনটি নিউদিল্লি থেকে 3, 5, 8, 10, 12, 15, 17 মে 4:45 মিনিটে ছাড়বে ।

হাওড়া-মুম্বই-CSMT- হাওড়া এক্সপ্রেস ট্রেনটি আসানসোল-পটনা-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে যাবে । ট্রেনটি হাওড়া থেকে 5, 7, 12, 14 মে রাত 9টার সময় ছাড়বে । ট্রেনটি মুম্বই CSMT থেকে 2, 4, 9, 11, 16 মে সকাল 6টার সময় ছাড়বে ।

ABOUT THE AUTHOR

...view details