কলকাতা, 12 অক্টোবর : বেহালার পর্ণশ্রীতে উদ্বোধন হল নতুন পলিটেকনিক কলেজের । প্রায় 1.5 একর জমিতে 48 লাখ টাকা খরচ করে তৈরি হয়েছে এই কলেজের নয়তলা ভবনটি। গতকাল কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনে এই পলিটেকনিক কলেজের উদ্বোধন করেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া অনুষ্ঠানে ছিলেন কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু ও দপ্তরের সচিব অনুপ কুমার অগ্রওয়াল। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠান থেকে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কারিগরি শিক্ষার উপর রাজ্য জোর দেওয়ার ফলে 2011 সাল থেকে পলিটেকনিক কলেজের সংখ্যা দ্বিগুণ হয়েছে ও পড়ুয়া ভরতির আসন সংখ্যা 140 শতাংশ বেড়েছে।
কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে তিনি বলেন, "গোটা বিশ্বেই কারিগরি শিক্ষার চাহিদা ক্রমাগত বাড়ছে। আমাদের দপ্তরে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় "উৎকর্ষ বাংলা" প্রকল্প চালু করা হয়েছিল। তাঁর মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। পলিটেকনিক থেকে জুনিয়র ইঞ্জিনিয়াররা পাশ করে বেরিয়ে কাজ পান। রাজ্যে পলিটেকনিকের সংখ্যা অত্যন্ত কম ছিল। গত 9 বছরে সেই সংখ্যাটা আমরা দ্বিগুণের কাছে নিয়ে গেছি। রাজ্যে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে 174টি পলিটেকনিক কলেজ আছে । এর মধ্যে 36টি আমরা তৈরি করেছি গত 9 বছরে। আরও তিনটি তৈরি হওয়ার মুখে। 174টি পলিটেকনিক কলেজের মধ্যে 73টি সরকারি ও 3টি সরকারি সাহায্যপ্রাপ্ত। বাকি 98টি বেসরকারি পলিটেকনিক দপ্তর ও মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত হয়। মোট আসনসংখ্যা 39 হাজার 947টি। 2011 সালের তুলনায় যা 140 শতাংশ বেশি। এর থেকেই প্রমাণিত যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের কারিগরি শিক্ষা কী অগ্রগতির পথে যাচ্ছে।"