কলকাতা, 21 জুলাই : আজ, 21 জুলাই ৷ প্রতি বছর এই দিনটাতে শহিদ দিবস পালন করে তৃণমূল ৷ বিশাল জমায়েতের মাধ্য়মে বিগত কয়েক বছর ধরে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে এসেছে রাজ্যের শাসকদল ৷ তবে, এবার সেসব শিকেয় ৷ কোরোনা আবহে বিশাল জমায়েতের কোনও প্রশ্নই নেই ৷ তবে, বিধানসভা নির্বাচনের আগে এই মঞ্চটাকে একেবারে নষ্ট হতেও দেওয়া যায় না ৷ তাই ভার্চুয়াল পথে পা বাড়িয়েছে তৃণমূল ৷ আজ ডিজ়িটাল মাধ্যমে শহিদ স্মরণ করবেন তৃণমূল নেত্রী ৷ সঙ্গে নেতা-কর্মীরাও ৷ যদিও এই পরিস্থিতিতে যাতে ভার্চুয়াল সভাও না করা হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আবেদন জানালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি৷
টুইটারে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে কোরোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণের উপর নজরে রেখে ফের লকডাউন জারি করা হয়েছে ৷ এই ভয়ংকর পরিস্থিতিতে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে ভার্চুয়াল মিটিং না করার আবেদন জানাচ্ছি ৷ নয়তো পরবর্তীকালে পশ্চিমবঙ্গে কোরোনা ভাইরাসের সংক্রমণ আরও বৃদ্ধি পাবে ৷"