কলকাতা, 14 ফেব্রুয়ারি: শহর জুড়ে ভালোবাসার মরশুম । আর এই ভালোবাসার দিনে এক শিশুকন্যার নামকরণ করা হল ৷ একরত্তির নাম দেওয়া হল ভ্যালেন্টাইন (Child Named Valentine on Valentines Day)। 22 দিনের এই শিশুকন্যা জন্মের পর থেকেই শারীরিক অসুস্থতার জন্য ভর্তি ছিল চিত্তরঞ্জন হাসপাতালে । সুস্থ হয়ে বাড়ি ফেরে গত সোমবার । অন্যদিকে, তার বাবার প্রাণাধিক প্রিয় গিটারও এইদিন ফিরিয়ে দেওয়া হল ৷ আর এই সবকিছুই করলেন নৃত্যশিল্পী ইন্দ্রানী গঙ্গোপাধ্যায় ৷
চোরের অপবাদে যে ছেলেটি মার খেয়েছিল একদিন তাঁর স্ত্রী চন্দ্রিমা একদিন নৃত্যশিল্পী ইন্দ্রানী গঙ্গোপাধ্যায়ের হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দেন ৷ তারপর থেকে প্রতিনিয়ত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন শিল্পী । তেমনি একদিন তিনি জানতে পারেন তাঁদের সদ্যোজাত সন্তান চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি জন্ডিসের জন্য । অন্যদিকে, গিটার ভেঙে যাওয়ায় আয় করতে পারছেন না গৌতম । তখনই বাড়িয়ে দেন সাহায্যের হাত । এই বিষয়ে ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায় বলেন,"আমার সঙ্গে এদের আলাপ মাত্র এক মাস । আমার হারানো ব্যাগ আমাকে ফিরিয়ে দিয়েছিল চন্দ্রিমা । এর জন্যই আমি ওদের বিষয়ে বেশ আগ্রহী হই । সেখান থেকেই জানতে পারি যে গৌতমের অত্যন্ত ভালোবাসার জিনিস গিটার যা কলকাতা পৌরসভা ভেঙে ফেলেছে । কথা দিয়েছিলাম যে ভালোবাসার দিনেই তোমাকে দুই ভালোবাসার জিনিসই আমি ফেরাব । প্রথমত ওর সন্তানের নামকরণ করেছি ৷ আজ নাম রাখা হল ভ্যালেন্টাইন এবং অন্যদিকে ওর হাতে গিটার তুলে দিলাম ।"