পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী 24 ঘণ্টায় বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে - Weather Forecast

আগামী 24 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । 24 ঘণ্টা পর থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের সহ অধিকর্তা গণেশ দাস ৷

কলকাতা

By

Published : Sep 30, 2019, 9:30 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর : উৎসবের প্রাক্কালে খুশির খবর শোনাল আবহাওয়া অফিস ৷ আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে । যদিও আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশে থেকে নিম্নচাপ অক্ষরেখা বিহার ও পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থান করছে ৷ এর জেরেই বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ।


আগামী 24 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । 24 ঘণ্টা পর থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের সহ অধিকর্তা গণেশ দাস ৷

আগামী 24 ঘণ্টা কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম ছিল ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা 24.7 ডিগ্রি সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷

ABOUT THE AUTHOR

...view details