পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্ধের মুখে BSNL, দেশজুড়ে 12 জন কর্মী আত্মঘাতী - BSNL-র কর্মচারী সংগঠনের সর্বভারতীয় সম্পাদক শিশির কুমার রায়

কাজ আছে, লাভের ঘরে ঢুকছে টাকাও ৷ কিন্তু BSNL কর্মচারীদের বেতনে গড়িমসি ৷ অবস্থা এতটাই শোচনীয় যে ইতিমধ্যেই 12 জন বিএসএনএল কর্মী আত্মহত্যা করেছেন ।

In the face of BSNL closure
বন্ধের মুখে BSNL

By

Published : Jun 29, 2020, 4:04 AM IST

Updated : Jun 29, 2020, 7:02 AM IST

কলকাতা, 29জুন :BSNLধ্বংস হওয়ার মুখে । কলকাতার যোগাযোগভবনের দিকে তাকালে তা স্পষ্ট । দীর্ঘদিন বেতন না পেয়ে অফিসে এসে বিক্ষোভ ধর্নায়বসেনBSNL-রকর্মীরা । এটাই ছিল লকডাউনের আগে পর্যন্ত নিয়মিত কর্মসূচিBSNLকর্মচারীদের । টানা এক বছর দুই মাসবেতন না পেয়ে বারো জনBSNL-রকর্মচারী আত্মঘাতী হয়েছেন । লকডাউনের আগে পাঁচ জন আত্মহত্যা করেছেন । লকডাউনেরমধ্যে সাতজন ৷ এটাই হচ্ছেBSNL-রবর্তমান চিত্র।

স্থায়ীকর্মচারীদের বেতন নিয়েও সমস্যা শুরু হয়েছে চলতি মাস থেকে । এক মাসের বেতন বকেয়ারয়েছে বলে জানিয়েছেনBSNL-রকর্মচারী সংগঠনের সর্বভারতীয় সম্পাদক শিশিরকুমার রায় । নিয়মিত স্থায়ীকর্মচারীদের মে মাসের বেতন হয়েছে25দিন পরে । ঠিকা কর্মচারীরা14মাস ধরে বেতন পাচ্ছেন না ।

অথচকেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ী কর্মচারী নিয়োগ বন্ধ হয়েছে গতপাঁচ বছর ধরে । অস্থায়ী চুক্তির ভিত্তিতেBSNL-এ লোক নিয়োগ করা হচ্ছে । যাদেরকেনিয়োগ করা হয়েছে,বেতনপাচ্ছেন না তাঁরা । আর্থিক সংকটে জেরবার হয়ে আত্মঘাতী হয়েছেন । ঠিকা কর্মচারীদেরছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার । অথচ গত মে মাসে1400কোটি টাকা মুনাফা করেছেBSNLঅথচ বেতন দিতে খরচ হয় মাত্র350কোটি টাকা । এই সময়ে রাজ্য জুড়ে4200জন কর্মচারী রয়েছে । রাজ্যেচুক্তিভিত্তিক কর্মী রয়েছে মোট1200জন । প্রায়5500জন কর্মী পশ্চিমবঙ্গে রয়েছে । তাঁদেরবেতন দেওয়া নিয়ে গড়িমসি করছে সরকার ।

শিশিরকুমার রায় বলেন,"কলকাতাটেলিফোনসে এখন2200জন স্থায়ী কর্মচারী রয়েছেন। গোটা রাজ্যে রয়েছেন আরও2000জন স্থায়ী কর্মী। এখন আমাদের ঘাড়ে কোপ পড়তে চলেছে। এই প্রথম স্থায়ী কর্মচারীদেরও বেতন দিতে এক মাস দেরি করল সরকার । পৃথকভাবেদেখলে সমগ্র দেশে70হাজার কর্মচারী রয়েছেBSNL-র । অস্থায়ী কর্মী সংখ্যা প্রায়40হাজার ।LICপ্রিমিয়ামের টাকা কর্মীদের কাছ থেকে নেওয়া হলেও গত13মাস সেই টাকা জমা পড়েনি । অবস্থা এতটাই শোচনীয় যেইতিমধ্যেই12জন বিএসএনএল কর্মী আত্মহত্যা করেছেন । কেবলমাত্র এই রাজ্যেই দশ জন কর্মচারীঅভাবের তাড়নায় আত্মঘাতী হয়েছেন । লকডাউনের আগে আত্মহত্যা করেছেন পাঁচ জন ।লকডাউনের মধ্যে আত্মঘাতী হয়েছেন সাতজন । এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ জানেনা ।"
Last Updated : Jun 29, 2020, 7:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details